শত্রুদের এক নম্বর টার্গেট আমি : ইউক্রেনের প্রেসিডেন্ট

0
154

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাজধানী কিয়েভে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। কারণ, তার সৈন্যরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় এই রাষ্ট্রে সবচেয়ে বড় হামলায় রাশিয়ান সেনাদের বিরুদ্ধে লড়াই করছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ ঘোষণার পর বৃহস্পতিবার স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলা শুরু করেছে রাশিয়া। বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধের কারণে আনুমানিক এক লাখ মানুষ প্রধান শহরগুলো ছেড়ে পালিয়ে গেছেন। বহু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মার্কিন ও ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার লক্ষ্য কিয়েভ দখল করে সরকারকে পতন করা। রাশিয়া বৃহস্পতিবার কিয়েভের উত্তরে চেরনোবিল সাবেক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখল করে নেয়।
আজ জেলেনস্কি একটি ভিডিওবার্তায় সতর্ক করে বলেছেন, ‌‘(শত্রু) আমাকে এক নম্বর টার্গেট হিসেবে চিহ্নিত করেছে। আমার পরিবার দুই নম্বর টার্গেট। তারা রাষ্ট্রপ্রধানকে ধ্বংস করে রাজনৈতিকভাবে ইউক্রেনকে ধ্বংস করতে চায়।’

‘আমি রাজধানীতেই থাকব। আমার পরিবারও ইউক্রেনে আছে।’

সূত্র : রয়টার্স, এনডিটিভি