শনিবার থেকে হাকিমপুর শ্রী শ্রী কালীমাতা সেবাশ্রমে অষ্ট প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু

0
664

নিজস্ব প্রতিবেদক :দেশমাতৃকা ও ব্শ্বিজননীর সকল সন্তানের শান্তি ও কল্যান কামনায় যশোরের ঐতিহ্যবাহী রাজগঞ্জের হাকিমপুর শ্রী শ্রী কালীমাতা সেবাশ্রমে অষ্ট প্রহর ব্যাপী ২৫ তম বার্ষিকী মহানামযজ্ঞ অনুষ্ঠান কাল শনিবার বাংলা ১৮ ফাল্গুন (৩ মার্চ ইং) থেকে শুরু হবে সন্ধ্যা ৭ ঘটিকায় মহানাম যজ্ঞের শুভ অধিবাস ও ভাগবত আলোচনা ৷ রবিবার বাংলা ১৯ ফাল্গুন (৪ মার্চ ইং) অষ্ট প্রহর ব্যাপী নাম সংকীর্তন ও নারায়ন সেবা সোমবার বাংলা ২০ ফাল্গুন (৫ মার্চ ইং) কুঞ্জভঙ্গ,নগরকীর্তন,ভোগ মহোৎসব ও প্রসাদ বিতরণ ৷ মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যশোর-৫ (মনিরামপুর) অাসনের সংসদ সদস্য বাবু স্বপন ভট্টাচার্য্য (চাঁদ) ৷ গোবিন্দ সেবা ও ভাগবত পাঠ : শ্রীমৎ ভক্তি প্রকাশানন্দ গোস্বামী,আড়পাড়া,মাগুরা ৷ ও নির্মল মন্ডল,হাকিমপুর,যশোর ৷ অধিবাস কীর্তন পরিবেশনায় : অরবিন্দু কুন্ডু,ডুমুরিয়া,খুলনা ৷ পরিবেশনায় : সেবাশ্রমের গৌর ভক্তবৃন্দ ৷ কীর্ক্তন পরিচালনায় : আদিপঞ্চতক্ত্ব অধিবাস সংঘ সম্প্রদায় ,ডুমুরিয়া খুলনা ৷ বৌমা সম্প্রদায় বাঁটবিলা,মনিরামপুর ৷ ভক্ত মিলন সম্প্রদায়,রাজগঞ্জ,যশোর ৷ গৌরবাণী সম্প্রদায় পাটবাড়ী,বেনাপোল ৷ শ্রী গুরু সম্প্রদায় মনিরামপুর,যশোর ৷ বিনয়বনত ভক্ত পদরেণু কৃপাপ্রার্থী, সেবাশ্রমের গৌর ভক্তবৃন্দ ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here