শনিবার যশোর বড় মাছ বাজারে ইলিশ ক্রেতাদের উপচে পড়া ভীড়

0
1185

বাঙ্গালীর স্বাদের ইলিশ বাজারে প্রবেশে নিষেধাজ্ঞা আজ থেকে

এম আর রকি যশোর: বাঙ্গালীর স্বাদের ইলিশ বাজারে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় শনিবার যশোর মাছ বাজারের দোকান গুলিতে উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়েছে। আজ ১ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করায় ইলিশের স্বাদে উম্মাত ক্রেতারা বাজার গুলিতে শনিবার সকাল থেকে ভীড় করছে। গতকাল যশোর বাজারে ইলিশ মাছ যে হারে বিক্রি হয়েছে তা পাইকারী বিক্রেতার চেয়ে খুচরা বিক্রেতারা হতবাক হয়ে পড়েন। মাছের আড়তে খোঁজ নিয়ে জানাগেছে,শনিবার ৩০ সেপ্টেম্বর সকালে মাছ বাজারের আড়ত গুলিতে ইলিশের চাহিদার তুলনায় এসেছে অনেক কম। আড়তের শ্রমিক খোকন জানান,যে পরিমান ইলিশ মাছ বাজারে আসার সম্ভবনা ছিল এসেছে অনেক কম। চাহিদার তুলনায় বাজারে যে ইলিশ মাছ এসেছে তা মুর্হুতের মধ্যে শেষ হয়ে গেছে। খুচরা বিক্রেতারা জানান,ইলিশ মাছ বিক্রির শেষ দিনে তারা যে ভাবে ইলিশ মাছ বিক্রি করেছে অন্যান্য দিনের চেয়ে অল্প সময়ে অধিক পরিমানের ইলিশ বিক্রি করেছে। খুচরা বিক্রেতারা জানান,শনিবার বাজারে যে ইলিশ এসেছে তা চাহিদার তুলনায় অনেক কম। যার কারনে সকাল থেকে মাছের রাজা ইলিশ ক্রেতারা বাজার গুলিতে অবস্থান করে চাহিদা মোতাবেক ইলিশ মাছ মজুদ করে। যশোর বড় বাজারের মাছ বাজারে গিয়ে দেখা গেছে,কেঁজি ওজনের মাছ বিক্রি হয়েছে হাজার থেকে ১২ শ’ টাকায়। ৬শ’ থেকে ৮শ’ গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি হয়েছে ৭শ’ থেকে ৮শ’ টাকায়। আড়াইশ’ গ্রাম থেকে ৫শ’ গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি হয়েছে আড়াইশ’ থেকে ৩শ’ ৪০ টাকায়। ১অক্টোবর থেকে ২২ অক্টোবর ইলিশের প্রজনন বাড়াতে সরকার দেশের জাতীয় মাছ ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেন। বাজারের একটি নির্ভরযোগ্য সুত্রগুলো বলেছে,ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারির ঘোষনার আসার কথা ভেবে অসাধু ব্যবসায়ীরা গত দুই সপ্তাহ যাবত অধিক পরিমানের ইলিশ মজুত করে রেখেছে। যশোরের কয়েকটি আড়তে অভিযান চালালে ইলিশ মজুতের বিষয় ফাঁস হয়ে পড়বে। সূত্রগুলো আরো বলেছে,ইলিশ বেচাকেনার উপর নিষেধাজ্ঞা থাকায় কতিপয় অসাধু ব্যবসায়ীরা তাদের মজুতকৃত ইলিশের চালান চলতি মাসের শুরু থেকে আগামী ২২ অক্টোবর চড়া দামে বিক্রি করবে। তাছাড়া,ইলিশের ভরা মওসুমে বাজারে যে ইলিশ এসেছে তার মধ্যে কেজি ওজনের উপরের ইলিশ মাছ পাচার করে পাশ্ববর্তী ভারতে পাঠানো হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here