শপথ নিলেন চৌগাছা-ঝিকরগাছার ২২ ইউপি চেয়ারম্যান

0
236

নিজস্ব প্রতিবেদক : শপথ নিলেন যশোরের চৌগাছা ও ঝিকরগাছা উপজেলা ২২টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা। রোববার দুপুরে যশোর জেলা প্রশাসনের সভাকক্ষে তাদের শপথ বাক্যপাঠ করান জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত ছাড়াও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ নেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেন, ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান, মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান, গদখালী ইউনিয়নের চেয়ারম্যান শাহাজান আলী, পানিসারা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন পিপুল, ঝিকরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন, নাভারণ ইউনিয়নের চেয়ারম্যান শাহাজান আলী, নির্বাসখোলা ইউনিয়নের চেয়ারম্যান খাইরুজ্জামান, হাজিরাবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান, শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জী ও বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আনিস উর রহমান।

চৌগাছা উপজেলা থেকে শপথ নিয়েছেন পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান হামিদ মল্লিক, ধুলিয়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান, জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান, নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, সুকপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ফুলসারা ইউনিয়ন পরিষদের চেযারম্যান মেহেদী মাসুদ, চৌগাছা ইউনিয়নের বাবুল আক্তার ও স্বরুপদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কদর।

গত ১১ নভেম্বর যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ২২টি ইউনিয়নে এক হাজার ১১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে চৌগাছার ১১ ইউনিয়ন পরিষদের ৫১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ৩৯ চেয়ারম্যান পদে, ৩৬৫ জন সাধারণ সদস্য ও ১১২ জন সংরক্ষিত সদস্য পদে। ঝিকরগাছায় ৫৯৬ প্রতিদ্বন্দ্বীর মধ্যে চেয়ারম্যান পদে ৪৭ জন, সাধারণ সদস্য ৪৩১ ও সংরক্ষিত সদস্য পদে ৪৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।