শহীদ মিনারে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা

0
372

নিজস্ব প্রতিবেদক : কোটা আন্দোলনকারীদের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় কোটা আন্দোলনকারীদের ওপর সেই হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসানকে মারধরের পর পুলিশের কাছে তুলে দিয়েছে ছাত্রলীগ।

পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ও ফারুকের নেতৃত্বে কোটার দাবিতে আন্দোলনরত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী সোমবার বেলা ১০টা ৫০ মিনিটের দিকে শহীদ মিনারের সামনে দাঁড়িয়েছিলেন।এ সময় তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের ১০/১৫ জন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহসিন হল শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী।

ছাত্রলীগের হামলা সত্ত্বেও কোটা আন্দোলনকারীরা বেলা ১১ টা ৫ মিনিটে আবারও শহীদ মিনারে জড়ো হন। তখন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাইফ বাবু, মুহসীন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানীর নেতৃত্বে তাদের ওপর ফের হামলার ঘটনা ঘটে।

কোটা বাতিলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণার বিষয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ডাকে সারা দেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে।

হাসান আল মামুন দাবি করেছেন, আমরা শহীদ মিনারে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় ছাত্রলীগ দফায় দফায় আমাদের ওপর হামলা চালিয়েছে। হামলায় কয়েকজন ছাত্রীসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here