শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে শুক্রবার

0
426

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রেরিত তথ্যানুয়াযী আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যরাত ১টা ৪৩ মিনিটে অমাবস্যা শেষ হয়ে শুক্রবার ১৪৩৯ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে।

ওই দিন সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে বিএসটিতে চাঁদের বয়স হবে ১৭ ঘণ্টা ৪ মিনিট এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ৯.৬ মিনিট পরে চন্দ্রাস্ত ঘটবে। ফলে ওইদিন বাংলাদেশে চাঁদ দেখা যাবে না।

শুক্রবার সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে বিএসটিতে চাঁদের বয়স হবে ৪১ ঘণ্টা ৪ মিনিট এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ১ ঘণ্টা ১২ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে। ওইদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিট বিএসটিতে দ্বিতীয়া শেষ হয়ে তৃতীয়া শুরু হবে। সুতরাং ওইদিন বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে নিশ্চিত পশ্চিমাকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।

আগামী শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময়)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here