শান্তিতে নোবেলের অংশীদার বাংলাদেশের দুটি সংগঠনও

0
348

ম্যাগপাই নিউজ ডেস্ক : এবার শান্তিতে নোবেল জিতেছে পরমাণু অস্ত্র বিলুপ্তকরণ জোট (আইসিএএন)। শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে নোবেল কমিটির প্রধান বেরিট রেইস অ্যান্ডারসন শান্তিতে নোবেল জয়ী হিসেবে আইসিএএন-এর নাম ঘোষণা করেন। আইসিএএন মোট ১০১টি দেশে কার্যক্রম পরিচালনা করে।

এই আইসিএএনে বাংলাদেশের দুটি সংগঠনও যুক্ত। সংগঠন দুটি হলো সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ (বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র) ও ফিজিশিয়ান্স ফর সোশ্যাল রেসপনসিবিলিটি।

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সংগঠনের সঙ্গে বাংলাদেশের দুটি সংগঠনের নাম আসায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আহসান কবির নামে একজন লিখেছেন, এ দুই সংগঠনের মাধ্যমে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে গেল। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। এ পুরস্কার প্রমাণ করে বাংলাদেশের মানুষ শান্তি চায়, তারা শান্তির পথে যুক্ত আছে।

আগে থেকেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কার হাতে উঠছে ২০১৭ সালের শান্তির নোবেল? শোনা যাচ্ছিল তিনশ ১৮টি ব্যক্তি প্রতিষ্ঠান শান্তিতে নোবেল বিজয়ীর সম্ভাব্য তালিকায় রয়েছে। তবে গত ৫০ বছর ধরে সম্ভাব্য বিজয়ীর তালিকা গোপনই রেখে আসছে নোবেল কমিটি। একেবারে বিজয়ীর নামটাই প্রকাশ করা হয়। আর সে কারণেই নোবেল পুরস্কার নিয়ে জল্পনা কল্পনার শেষ থাকে না।

আইসিএএন-কে এমন এক সময় শান্তিতে নোবেল দেয়া হল, যখন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিলের জন্য হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাছাড়া উত্তর কোরিয়াও একের পর যুক্তরাষ্ট্রকে শাসিয়ে যাচ্ছে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে ট্রাম্পের দেশকে উড়িয়ে দিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here