শাররীক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই -কাজী নাবিল আহমেদ

0
411

নিজস্ব প্রতিবেদক, বাঘারপাড়া (যশোর ): শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর সোনা বাংলা নির্মাণে সকলকে এক হয়ে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। শুক্রবার বিকালে বাঘারপাড়া পাইলট হাই স্কুল মাঠে জেমকন ২য় বিভাগ ফুটবল লীগের ২য় পর্বের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যশোর-৩ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের ছেলে মেয়েরা খেলাধুলার মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে। শাররীক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই।এ সময় সরকারের নানা সাফল্যের কথা উল্লেখ করেন ।বাঘারপাড়ার মানুষ ক্রিড়াপ্রেমী। খেলাধূলার প্রতি বাঘারপাড়াবাসীর আগ্রহ অনেক বেশী। যশোর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধলগ্রাম ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম ও দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার,ক্রীড়া সংগঠক আব্দুর রশিদ,বাঘারপাড়া পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম,জেমকন ২য় বিভাগ ফুটবল লীগের আহবায়ক সাব্বির আহমেদ পলাশ,জেলা মহিলালীগ নেতা লাইজু জামান,ক্রীড়া সংগঠক রওশন আরা রাশু,বাঘারপাড়া বনিক সমিতির সভাপতি জয়নুল আবেদীন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্রীড়া সংগঠক গোলাম দস্তগীর। আলোচনা সভা শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ২য় জেমকন ফুটবল লীগের ২য় পর্বেও খেলা উদ্বোধণ করেন কাজী নাবিল আহমেদ এমপি।প্রথম দিনের খেলায় ভাষা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ একক আধিপাত্য বিস্তার করে ৫-১ গোলে ঋতু ক্রীড়া চক্রকে পরাজিত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here