শার্শার দু’শতাধীক প্রতিবন্ধীকে খাদ্য সহায়তা দিলেন শেখ আফিল উদ্দিন

0
342

রাশেদুজ্জামান রাসেল,বেনাপোলঃ মানবতার আলো জেলে শার্শায় দু’ শতাধীক প্রতিবন্ধীকে খাদ্য সহায়তা করলেন যশোর-১(শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।
সোমবার বেলা ১১ টার সময় তিনি নাভারন খাদ্য গুদামের সামনে শার্শা উপজেলা প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার ২ শতাধীক অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে চাল ডাল আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহায়তা করেন।

বিশজুড়ে মহামারী করোনা ভাইরাসকে উপেক্ষা করে জীবনের ঝুকি নিয়ে তিনি নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করায় আবেগে আপ্লুত হয়েছেন শার্শা উপজেলা প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ উপস্থিত ১৮৫ জন প্রতিবন্ধী।

এসময় শার্শা উপজেলা প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, মানবতার অগ্রনায়ক স্থানীয় এমপি আলহাজ শেখ আফিল উদ্দিন প্রতিবন্ধীদের ডাকে সাড়া দিয়ে ২ শতাধীক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। নিজ জীবনের ঝুকি নিয়ে তিনি নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করায় আমরা তার মহতি উদ্যোগের কাছে চিরঋণী।

এসময় স্থানীয় সাংসদ আলহাজ শেখ আফিল উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মানবদরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আমরা সারা বাংলাদেশের এমপিরা একযোগে মানুষের কল্যাণে কাজ করে চলেছি।

যার ধারাবাহিততায় শার্শা উপজেলার অসচ্ছল মানুষদের খুজে বের করে তাদের কাছে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার চেষ্টা করছি। সরকারি সহযোগিতার পাশাপাশি আমিসহ আমার প্রিয় সংগঠন আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নিজ নিজ অর্থায়নে এলাকার গরীব অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে খাদ্যের সহযোগিতা অব্যাহত রাখা হয়েছে।

যতোদিন পর্যন্ত দেশে করোনা ভাইরাস আতঙ্ক বিরাজমান থাকবে ততদিন পর্যন্ত মহান আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখলে আমাদের খাদ্যের সহযোহিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, সহ সভাপতি আলহাজ সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মোরাদ হোসেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।