শার্শা’র নাভারণ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে অনুপযোগী খাদ্য বাজেয়াপ্ত ও নগদ টাকা জরিমানা আদায়

0
332

আরিফুজ্জামান আরিফ : শার্শার নাভারণ বাজারে পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন ভোগ্য পণ্যের উপর পরিচালনা করে খাওয়ার অনুপযোগী খাদ্য সামগ্রী বাজেয়াপ্তসহ নগদ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত।

এব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল বলেন, পবিত্র রমযান উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বুধবার (৮ মে) বিকালে নাভারণ বাজারে বিভিন্ন ভোগ্য পণ্যের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাওয়ার অনুপযোগী খাদ্য সামগ্রী বাজেয়াপ্তসহ নগদ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন,অসৎ ব্যবসায়ীরা যাতে সম্মানীত রোজাদারদের কোন খারাপ খাদ্য খাওয়াতে না পারে, সে জন্য মাস ব্যাপী শার্শা উপজেলার বিভিন্ন এলাকার হাটবাজার গুলিত এ ভ্রাম্যমান আদালতের অভিযান কার্যক্রম চলমান থাকবে।

অভিযান কালে এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লাল্টু মিয়া সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও শার্শা থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here