শার্শার নির্বাচনী সহিংসতায় আহত আলী হোসেন মারা গেছেন

0
191

বেনাপোল (যশোর) প্রতিনিধি: শার্শার গোগায় নির্বাচনী সহিংসতায় আহত আলী হোসেন ১৮ দিন পর মারা গেছেন। বৃহস্পতিবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রকীক ঘোষণার পর গোগা ইউনিয়নে নৌকা প্রতীক পাওয়া বর্তমান চেয়ারম্যান আব্দুর রশীদের সমর্থকরা আওয়ামী লীগ নেতা ও বর্তমান মেম্বার তবিবার রহমানের সমর্থকদের উপর হামালা চালায়। ওই হামলায় আলী হোসেন, রানাসহ ৫০ জনের মতো আহত হন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি হয়।

আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার আলী হোসেন মারা যান। নিহত আলী হোসেন শার্শার গোগা ইউনিয়নের পাচভুলোট গ্রামের ইফসুফ আলীর ছেলে। তিনি আওয়ামী লীগের গ্রাম কমিটির সভাপতি ছিলেন।

গোগা ইউনিয়নের মেম্বার তবিবার রহমন বলেন, ‘আমরা ঢাকায় নৌকার মনোনায়ন আনতে যাই। আমি গত ২৩ অক্টোবর এলাকায় আসি। নেতাকর্মীরা আমার আগমনের খবর পেয়ে গোগা বাজারে আসেন। এসময় গোগা ইউপি চেয়ারম্যানের ছেলে মেহেদী হাসান সম্রাট, চেয়ারম্যানের ভাই আব্দুল ওহাব আলীসহ একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র, বোমা, লাঠি সোঠাসহ আমার সমর্থকদের উপর হামলা চালান। এ হামলায় চেয়ারম্যানের ছেলে সম্রাটের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আলী হোসেন ও রানা। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় আলী হোসেন মারা গেছেন। রানাও অবস্থাও গুরুতর।’

এ বিষয়ে শার্শা থানার ওসি বদরুল আলম বলেন, ‘আলী হোসেনের মৃত্যুর খবর শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’