শিক্ষার্থীদের মেধা বিকাশে ক্রীড়া চর্চা প্রয়োজন – কাজী নাবিল

0
531


খাজুরা (যশোর) অফিস : যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ বলেছেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে ক্রীড়া চর্চা প্রয়োজন। ইভটিজিং, মাদক ও সন্ত্রাসমুক্ত সুন্দর দেশ গড়তে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এজন্য পাঠ্যপুস্তক পড়ার পাশাপাশি তাদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় মনোযোগী করে তুলতে হবে। গতকাল বিকালে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের এডিপি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে দলেননগর প্রাথমিক বিদ্যালয় ও হাজী আতিয়ার-মতিয়ার রহমান পাঠাগারের আয়োজনে সমন্বিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু ও কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান। এডিপি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও লেবুতলা ইউপি চেয়ারম্যান মোঃ আলিমুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল কুদ্দুস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুকেন মজুমদার, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মনির হাসান টগর, সহ-সভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু, শহর যুবলীগের আহবায়ক মাহমুদ হাসান মিলু। এসময় উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক লুৎফর কবির বিজু, সরকারি এমএম কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বাহাউদ্দিন হোসেন, যুগ্ন সম্পাদক খেলাফত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, স্বপন কুমার মিত্র, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, সম্পাদক ইমদাদুল হক। গত সোমবার শুরু হওয়া দুই দিনব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় মাধ্যমিক, প্রাথমিক ও কিন্ডার গার্ডেন স্তরের ১০টি স্কুলের ২০০জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। জমকালো এ প্রতিযোগীতার মধ্যে নৃত্য, শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে, বানরের লেজ ছিন্তাই ও পিঠা উৎসব আমন্ত্রিত অতিথিসহ দর্শকদেরকে বিমোহিত করে। এর আগে এদিন দুপুর ২টায় লেবুতলা ইউনিয়নের কেসমত-পরানপুর ৩ কিলোমিটার পাঁকা সড়কের উদ্বোধন করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here