শিক্ষিত জাতি গড়তে আদর্শবান শিক্ষক ও মা বাবা প্রয়োজন -অধ্যাপক ড. আনোয়ার

0
396

বিশেষ প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, একটি জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হলে যেমন আদর্শবান শিক্ষক প্রয়োজন, তেমনি আদর্শবান মা-বাবাও প্রয়োজন। এই দুইয়ের প্রচেষ্টায় কেবল একটি জাতি সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারে।
৩ মার্চ শনিবার বিকেলে বাঘারপাড়ার খাজুরাতে অবস্থিত শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা-১৮ অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন বিতার্কিত দলসহ বিতর্কে অংশগ্রহণকারী সব দলকেই ধন্যবাদ জানান তিনি। প্রশ্ন ফাঁসের কুফল বিষয়ে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, কোনো শিক্ষক হয়তো ক্লাস থেকে প্রশ্ন ফাঁস করে বাইরে পাঠিয়ে দেয়। আর মা-বাবা সেটা টাকা দিয়ে কিনে তা সন্তানের হাতে দেয়। কাজেই দুজনেই কিন্তু দায়ী। সুতরাং আদর্শিত মা-বাবার যেমন প্রয়োজন আছে। তেমনি আদর্শিক শিক্ষককেরও প্রয়োজন আছে। দুজনই যখন সঠিক কাজটি করবে, তখনই একজন মানুষ একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে। অপশিক্ষার ভয়বহতা নিয়ে অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘যে মা-বাবা টাকা দিয়ে ছেলেমেয়েকে প্রশ্ন কিনে এনে দেন, সেই দিনই তার ছেলেমেয়েকে শেষ করে দেন। সেই ছেলেমেয়ে ভালো ফলাফল করে জিপিএ-৫ পেতে পারে। সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও হতে পারে, রাজনীতি করে মন্ত্রী-এমপি হতে পারে। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলে প্রশ্ন বেচতে শিক্ষবে। আর রাজনীতি করলে রাস্তার মাটিশুদ্ধ খেয়ে ফেলবে। আর রাষ্ট্রের কর্ণধার হলে রাষ্ট্রকে বেচে খাবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করার জন্য যশোরের সকল শ্রেণি-পেশার মানুষের সহায়তা কামান করেন অধ্যাপক ড. আনোয়ার। তিনি বলেন, ‘যশোরে বিশ্ববিদ্যালয়ের করার উদ্দেশ্য হচ্ছে যশোরকে বিশ্বের কাছে তুলে ধরা। এখানে বিশ্বমানের গবেষক দল তৈরি করা। আমিই সেই কাজটি করছি। এ জন্য যশোরের সকল শ্রেণি-পেশার মানুষের সহায়তা প্রয়োজন।অনুষ্ঠানে জনউদ্যোগ যশোরের সভাপতি খায়রুল উমামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা পর্ষদের আহ্য়বক দীপক কুমার রায়। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন দৈনিক সংবাদ, যশোরের সিনিয়র রিপোর্টার রুকুনউদ্দৌলাহ্ টিউসি, যশোরের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু, আইনজীবী মোস্তফা হুমায়ুন কবীর, সৈয়দা মাসুমা বেগম এবং বাংলাদেশ মহিলা পরিষদ, যশোরের সভাপতি সুরাইয়া শরিফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here