শুভ জন্মদিন হে গুণি. . . . .

0
480

সরোয়ার হোসেন : জাহিদ হাসান টুকুন-প্রেসক্লাব যশোরের সভাপতি, প্রকাশক-সম্পাদক দৈনিক যশোর, সাপ্তাহিক রংধনু, বাণিজ্যের হালচাল ও সাংস্কৃতিক সংবাদ-এর প্রকাশকও তিনি। এক সময় সাপ্তাহিক কৃষিকা নামেও একটা পত্রিকা প্রকাশ করতেন। সংবাদপত্র জগতের বাইরেও রয়েছে তাঁর বিশাল এক পরিমন্ডল। একাধারে তিনি রোটারিয়ান, রেড ক্রিসেন্ট সোসাইটি, সার ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ শুটিং ফেডারেশের জেলা সেক্রেটারি। যশোর চেম্বার অফ কমার্সের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। ছিলেন জেলা ট্রাক মালিক সমিতির সেক্রেটারিও। নন্দন যশোরের সভাপতির পাশাপাশি স্থানীয় একাধিক সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও ধর্মীয় প্রতিষ্ঠানের হয় গুরুত্বপূর্ণ পদের অধিকারী, না হয় উপদেষ্ঠা। সভাপতি হওয়ার আগে জাহিদ হাসান টুকুন এক মেয়াদে প্রেসক্লাব যশোরের সেক্রেটারি এবং একাধিকবার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সদা হাস্যোজ্জ্বল ও নিরহংকার মানসিকতার অধিকারী মানুষটি সকলের কাছে আপনজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পরপোকারী হিসেবে তাঁর সুনাম রয়েছে! সব সময় পাশে থেকেছেন-থাকছেন সাংবাদিকসহ সংবাদপত্রসেবী ও তাদের পরিবারের পাশে। কখনো কোন কাজে না বলতে শুনিনি। কোন কাজ না পারলেও সর্বোচ্চ চেষ্টা চালাতে কার্পণ্য করেন না। এ কারণে পরিচিতজনদের মধ্যেও জাহিদ ভায়ের জনপ্রিয়তা আকাশচুম্বী। প্রয়োজনে যারাই এই মানুষটার কাছে এসেছেন বিমুখ হতে দেখিনি। এমনকী তার প্রতি চরম শত্রুমনোভাবাপন্ন ব্যক্তিকেও তাঁর কাছ থেকে সহযোগিতা পেতে দেখেছি-দেখছি। মানবসেবার প্রতি নিবেদনই যেন ব্রত। দিনের অধিকাংশ সময় তাঁকে ব্যস্ত থাকতে হয় মানুষের অভাব অভিযোগ শোনা আর সেগুলোর সমাধান নিয়ে। ‘বিরোধিতা নয়, সম্পোর্কন্নয়নই সমাধানের পথ’ মন্ত্রে উজ্জীবিত জাহিদ হাসান টুকুন কখনো কখনো বিরূপ ও অন্যায্য সমালোচনারও শিকার হয়েছেন ও হচ্ছেন। কিন্তু, তাঁকে পাল্টা আঘাত করতে দেখিনি। অসীম ধৈর্য্য আর সহনশীলতা তাঁকে এক উদার মানবতাবাদী হিসেবে সমাদৃত করেছে। প্রেসক্লাব যশোরের উন্নয়নে যেমন তিনি নিবেদিত তেমনি এর সদস্যদের চিত্তবিনোদনেও মনোনিবেশ করেছেন। একসাথে কমিটিতে থাকার সুবাদে জাহিদ ভায়ের সাথে সফর করেছি থাইল্যান্ড, মায়ানমার (মংডু শহর) এবং দেশের মধ্যে বান্দরবন, রাঙামাটি ও কক্সবাজার। তাঁর সাথে একবার ওমরাহ করার সৌভাগ্য হয়েছিলো। প্রতিটি সফরেই দেখেছি তার সাংগঠনিক দক্ষতা, তীক্ষ্ণ বুদ্ধি ও বিবেচনাবোধ, সম্পর্কের বিস্তৃত নেটওয়ার্ক-যা সবগুলো সফরকে নির্বিঘ্ন, নিরাপদ আর আনন্দময় করতে সহায়ক হয়েছে।
প্রিয় এই মানুষটির আজ জন্মদিন। শুভ জন্মদিন ভাই। ভালো থাকবেন-সুখে থাকবেন।

লেখকের ফেসবুক থেকে নেওয়া. . . .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here