শেখ আফিল উদ্দিন : একজন রাজনীতিবিদের প্রতিকৃতি

0
781

নিজস্ব প্রতিবেদক : রাজনীতিবিদ, সাংসদ ও বিশিষ্ট শিল্পপতি শেখ আফিল উদ্দিন ১৯৬৬ সালের ০৬ মে খুলনা জেলার ফুলতলা উপজেলার বুড়িয়ারডাঙ্গা গ্রামে জন্মগহণ করেন।
পিতা শেখ আকিজ উদ্দিন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এবং বহু প্রতিষ্ঠান সৃষ্টির প্রাণপুরুষ। মায়ের নাম সকিনা বেগম।
শেখ আফিল উদ্দিন বরিশালের এ.জে স্কুল থেকে এসএসসি, ঢাকার আইডিয়াল কলেজ থেকে এইচএসসি এবং আয়ারল্যা-ের ওয়েস্ট কোস্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রী অর্জন করেন।
বিবিএ ডিগ্রী অর্জনের পরে তিনি পিতার পেশায় যোগদান করেন।
বর্তমানে তিনি আফিল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর।
তিনি ব্যবসার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
তিনি ২১ জানুয়ারি ২০০৪ হতে অদ্যবধি যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ২৮ সেপ্টেম্বর ২০০৩ হতে অদ্যবধি শার্শা উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ‘দৈনিক স্পন্দন’ যশোর-এর প্রকাশক ও সম্পাদক।
তিনি এস.এ.এফ (চামড়া রপ্তানী ইণ্ডাষ্ট্রিজ)-এর পরিচালক হিসেবে ঢাকা আন্তর্জাতিক চামড়া রপ্তানী মেলায় ২০০৩ সালে পুরস্কৃত হন।
এছাড়া তিনি জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু কৃষি স্বর্ণপদক, মৎস্য উৎপাদনে স্বর্ণপদক লাভ করেছেন।
তিনি ২০০১ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন।
তিনি ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ৯ম জাতীয় সংসদ নির্বাচনেব বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তাঁর নিজ এলাকায় বহু কল্যাণমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেন।
তিনি ২৫টি প্রাথমিক বিদ্যালয় ভবন, ১৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি কলেজ ও ৫টি মাদ্রাসার পাকাভবন নির্মাণ করেন।
এছাড়া তিনি এলাকায় অসংখ্য রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার করেছেন।শেখ আফিল উদ্দিন নিজ নামে নিজ এলাকায় ‘আফিল জুট উইভিং মিলস্ লিঃ’ নামে একটি মিল চালু করেন।
এখানে তিনি ২ হাজারের অধিক সংখ্যক মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
শেখ আফিল উদ্দিন যশোর সকিনা বালিকা বিদ্যালয়, নাভারন শেখ আকিজ উদ্দিন উ”চ মাধ্যমিক বিদ্যালয় এবং যশোর ও ঢাকার আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বাংলা ও ইংরেজী ভাষা পড়তে, লিখতে ও বলতে পারেন।
তিনি ব্যবসায়িক কাজে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের গুরুত্বপূর্ণ দেশসমূহ এবং অস্ট্রেলিয়াসহ সার্ক দেশসমূহ থাইল্যাণ্ড, সিঙ্গাপোর, চীন ও মালয়েশিয়া সহ বহু দেশ ভ্রমণ করেছেন।
শখ আফিল উদ্দিন এর সহধর্মিণী মিসেস তাহেরা সোবহা একজন স্নাতকোত্তর ডিগ্রীধারী গৃহবধূ।
এই দম্পতির ৩ ছেলে। শেখ তামিম উদ্দিন., শেখ কুতুব উদ্দিন,আফনান উদ্দিন ও মেয়ে আলিনা তেহজিব ।
সমাজসেবা তাঁর অন্যতম শখ।
স্থানীয় জনসাধারণের সেবাদান, গ্রাম্য অর্থনীতির উন্নয়ন, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি ও পরিবেশবান্ধব অবস্থা সৃষ্টির জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
লেখাপড়ায় গুণগত মানসম্পন্ন হতে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে, টেকনিক্যাল কাজ শিখে নিজের জীবিকা নির্বাহ ও দেশের জন্য কাজ করে যেতে তিনি তর“ণ প্রজন্মের ছেলেমেয়েদের আহ্বান জানান।
অবসরে তিনি নতুন প্রযুক্তি এবং নতুন কর্মসংস্থানের জন্য চিন্তাভাবনা করে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here