শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে ২-০ তে হার মেনেছে নওয়াপাড়া

0
394

ক্রীড়া প্রতিবেদক : জয় বাংলা প্রথম বিভাগ ফুটবলের সোমবারের ম্যাচে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। যশোর পুলিশ লাইন মাঠে তারা নওয়াপাড়া খেলোয়াড় কল্যান সমিতিকে ২-০ গোলে পরাজিত করে এ জয় পায়।
মঙ্গলবার একই মাঠে রাহুল স্মৃতি সংসদ বনাম আবাহনী ক্রীড়া চক্রের মধ্যোকার খেলা হবে। কিন্তু গত ৭ ফেব্রুয়ারির ম্যাচে রাহুল স্মৃতি সংসদ বিশাল ব্যবধানে কুহেলিকা উন্নয়ন সংঘকে পরাজিত করে। পরাজিত হয়ে কুহেলিকা রাহুল স্মৃতির বিরুদ্ধে বি-লিগের খেলোয়াড় খেলানোর জন্য আপত্তি দাখিল করে। এরপর ১০ ফেব্রুয়ারি রাহুল স্মৃতি সংসদ মোহামেডান স্পোটিং ক্লাবের বিরুদ্ধে ১-০ গোলে বিজয়ী হলে একই কারনে মোহামেডান রাহুলের বিরুদ্ধে আপত্তি দাখিল করে।
যদিও ২৩ শে জানুয়ারি ডিএ্ফএর সভাপতি আসাদুজ্জামান মিঠু ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুল মান্নানের স্বাক্ষরিত জয় বাংলা প্রথম বিভাগ ফুটবল লীগ-১৭ এর বাইলজের ৫-জ ধারায় লেখা আছে যশোরের বাইরের কোন খেলোয়াড় লীগে খেলতে হলে ২ হাজার টাকা জমা প্রদান করতে হবে, আর যদি কোন বিদেশী খেলোয়াড় খেলে তাকে বাফুফের ছাড়পত্র নিতে হবে। উক্ত বাইলজের কোথাও উল্লেখ নেই যে বি-লিগের কোন খেলোয়াড় খেলতে পারবে না।
এ ব্যাপারে রাহুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জনাব শামস-উল-বারী শিমুল বলেন, যেহেতু আমরা বাইলজ মেনেই বি-লিগের একজন খেলোয়াড়কে নিয়েছি, সেহেতু উক্ত আপত্তি গ্রহণ যোগ্য হবে না বলে আমরা বিশ্বাস করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here