শেখ হাসিনার সরকার উন্নয়নমূখী শিক্ষাবান্ধব সরকার : এমপি মনির

0
829

উত্তম চক্তবর্তী : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার উন্নয়নমূখী শিক্ষাবান্ধব সরকার। রবিবার সকাল সাড়ে ১১টায় যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া মুকুন্দপুর আলিম মাদরাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘মা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর একটি যুগোপযোগী শিক্ষানীতি করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকের বুলেটে তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। কিন্তু তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি করেছেন। মায়েদের উদ্দেশ্যে এমপি মনির বলেন, ‘সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে এবং তার ভবিষ্যত গঠনে একজন মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। শিশুরা স্কুলে শিক্ষকদের কাছে থাকে ৬ ঘন্টা আর বাকি ১৮ ঘন্টা থাকে তার মায়ের কাছে। তাই সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে মায়েদের ভূমিকা শীর্ষে।’ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিবরণ দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। বছরের প্রথম দিনে ৩৬ কোটি ২২ লাখ নতুন বই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন। ডিজিটাল পদ্ধতি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ঘরে বসেই ১ কোটি ৭৩ লাখ মা উপবৃত্তি পাচ্ছেন। বিএনপি-জামায়াতের আমলে যে শিক্ষক ৬১০০ টাকা বেতন পেতেন সেই শিক্ষকের বেতন ২৯ হাজার টাকা করেছেন জননেত্রী শেখ হাসিনা। তাই শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সকলের নিকট দোয়া চান এই সংসদ সদস্য। বাঁকড়া মুকুন্দপুর আলিম মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো: আকবার হোসেন জাপানীর সভাপতিত্বে এবং প্রভাষক এস.এম মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: আসাদুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মো: ইবাদ আলী, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, অধ্যক্ষ মাওলানা আবুবকর সিদ্দিক, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিকদার মতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, বাঁকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার হেলাল উদ্দীন, ঝিকরগাছা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, মহেশপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফজাল-উর রহমান, বাঁকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস সামান দপ্তরী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: সিরাজুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল করিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো: কাশেম মোড়ল, বাঁকড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: আসাদুজ্জামান আসাদ, ৭নং ওয়ার্ড মেম্বর সেলিম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here