শৈলকুপায় তিনটি গ্রামে দুপক্ষের সংঘর্ষে ৪০টি বাড়ীঘর ভাংচুর (ভিডিও) 

0
372

মোঃ জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩৫টি বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।

রোববার সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের তিনটি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উমেদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সাব্দার মোল্লার সাথে দীর্ঘদিন যাবৎ প্রতিপক্ষ পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান বাবুলের কর্মী সমর্থকদের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো।

এরই স্ত্রূ ধরে রোববার সকালে বাবুলের নেতৃত্বে কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে লক্ষণদিয়া, ব্রাহিমপুর ও কদমতলা গ্রামে সাব্দার মোল্লার কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়ে প্রায় ৩৫-৪০ টি বসতঘর ভাংচুর করে।

খবর পেয়ে শৈলকুপা থানার ওসির নেতৃত্বে সেখানে পুলিশ উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ঐসকল গ্রামগুলোতে আতংক বিরাজ করছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উমেদপুর ইউনিয়নের তিনটি গ্রামে বেশ কয়েকটি বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে হামলার শিকার হওয়া বাড়ীঘরগুলো পরিদর্শণ করে উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা তাদেরকে শান্তনা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here