শৈলকুপায় নির্বাচনী গাড়ী বহরে হামলা, ভাংচুর, আহত ১০: উপজেলা জুড়ে উত্তেজনা

0
315


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গাড়ী বহরে হামলা ও মোটরসাইকলে ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। ভাংচুর করা হয়েছে ৮/১০টি মোটরসাইকেল। এমন অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন। এদিকে নৌকার অফিস ভাংচুরের পাল্টা অভিযোগ করেছে আওয়ামী লীগের দলীয় মনোনিত নৌকার প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার। শিকদার মোশাররফ হোসেন অভিযোগ করেন, তার নিবাচর্নী প্রচারনায় মোটরসাইকেল বহর নিয়ে বের হয় কর্মী-সমর্থকরা। রবিবার বিকেলে রয়েড়া বাজার এলাকায় প্রচারনায় গেলে প্রতিপক্ষরা তার কর্মীদের মোটরসাইকেল বহরে অতর্কিত হামলা চালায়। হামলায় তার কর্মী জলিল, আরিফুল, আমিন, খেলাফত মেম্বর, বাদশা মেম্বারসহ ৫/৭জন আহত হয়। এছাড়াও ৮/১০টি মোটর সাইকেল ভাংচুর করে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে শৈলকুপায় উত্তেজনার সৃষ্টি হয়। সংঘর্ষ এড়াতে শহরে মোতায়েন করা হয়েছে পুলিশ ও র‌্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here