শৈলকূপার নাগিরাট মাধ্যমিক বিদ্যালয়ে জে এস সি পরীক্ষার ফরম ও রেজিস্ট্রেশন বাবাদ অতিরিক্ত অর্থ আদায়

0
419

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: শৈলকূপা উপজেলার বগুড়া ইউনিয়নের নাগিরাট মাধ্যমিক বিদ্যালয়ে ৮ শ্রেণীর শিক্ষার্থীদের নিকট থেকে জে এস সি পরীক্ষার ফরম পূরণ ও রেজিস্ট্রেশন বাবাদ অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপক অভিযোগ উঠেছে। সাংবাদিকদের নিকটে গোপন অভিযোগের ভিত্তিতে শনিবার সরে জমিনে বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষকের সামনেই শিক্ষার্থীরা জানায়, জে এস সি পরীক্ষার ফরম পূরণ বাবাদ ৪ শত টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবাদ ৩ শত করে টাকা নেওয়া হয়েছে। কিন্তু কার কোন রশিদ দেওয়া হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, এই স্কুলে ৮ ম শ্রেণীতে ৯৮ জন শিক্ষার্থী রয়েছে। যশোর শিক্ষা বোর্ডের ৩/০৮/২০১৭ তারিখের ৭৪/২/১০৪ স্বারক থেকে জানা গেছে যে ৮ ম শ্রেণীর নিবন্ধন ফি ৫০ টাকা তার সাথে স্কাউট ফি ১৫ টাকা ও রেড ক্রিসেন্ট বাবাদ ১০ টাকা মোট ৭৫ টাকা। সেখানে জন প্রতি ২২৫ টাকা বেশী নেওয়া হয়েছে। জে এস সি পরীক্ষার ফরম ফিলআপ বাবদ ফি ২৫০ টাকা। সেখানে ১৫০ টাকা জন প্রতি বেশী নিচ্ছে। হিসাব করে দেখা গেছে ৯৮ জন শিক্ষার্থীর নিকট থেকে এই স্কুল ৩৬৭৫০/- টাকা বেশী নিয়েছে। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি শিক্ষার্থীদের নিকট থেকে যে টাকা নিয়েছি তা দিয়ে প্রতিষ্ঠানে ২১ টি ফ্যান ও ৬৮ হাজার টাকা দিয়ে স্কুল মেরামত করেছি। তাছাড়া কম্পিউটারে ইমেল ও বোর্ডে যাতায়াত বাবাদ খরচ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here