শ্রীলঙ্কায় বোমা হামলার মূল হোতা নিহত

0
354

ম্যাগপাই নিউজ ডেস্ক : শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার মূল হোতা জাহরান হাশিম নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসি’র।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, রাজধানী কলম্বোর সাংরি লা হোটেলে হামলার সময় নিহত হয়েছিলেন জাহরান হাশিম নামের এক মৌলবাদী ধর্মপ্রচারক। ইস্টার সানডেতে বোমা হামলার ঘটনার মূল হোতা হিসেবে সন্দেহ করা হচ্ছিল তাকে।

মাইথ্রিপালা সিরিসেনা বলেন, জনপ্রিয় পর্যটন হোটেলে হামলার নেতৃত্ব দিয়েছিলেন হাশিম। ইলহাম নামে অপর এক বোমা হামলাকারীকেও শনাক্ত করা সম্ভব হয়েছে।
গত রবিবার ইস্টার সানডের সকালে কলম্বোর তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেল এবং আরও দুই স্থানে সিরিজ বোমা হামলার মূল হোতা হিসেবে বিবেচনা করা হচ্ছিল জাহরান হাশিমকে। সম্প্রতি আইএস একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যেখানে আট জঙ্গিকে শপথ নিতে দেখা গেছে। ওই ভিডিওতে হাশিমের মুখ অনাবৃত ছিল। তবে বাকি সাতজনের মুখ কাপড়ে ঢাকা ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here