সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের চিঠি দিলেন লাইসেন্স বিহীন লোহাগড়ার ডক্টরস স্পেশালাইজড হসপিটাল

0
531

নিজস্ব প্রতিনিধি
সম্প্রতি নড়াইলের লোহাগড়ায় অনুমোদন বিহীন ডক্টরস স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক লিমিটেডের বেশ কিছু অনিয়মের চিত্র তুলে জাতীয়, আঞ্চলিক এবং অনলাইলসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রতিষ্ঠানকে নিয়ে সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে শুরু হয় সমালোচনার ঝড়। নিজেদের দুর্বলতা ঢাকতে বিভিন্ন মহলে দৌঁড় ঝাঁপ শুরু করেন প্রতিষ্ঠানের ৩৫জন শেয়ার হোল্ডারসহ পরিচালকবৃন্দ। পরবর্তীতে প্রতিষ্ঠানটির নানা মুখি দূর্বলতার দিক নিয়ে সংবাদ আটকাতে ব্যার্থ চেষ্টাও অব্যহত রেখেছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে শুক্রবার (৯ আগষ্ট) বিকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রোমানা তানিন। সেই লক্ষে বৃহস্পতিবার চিঠির মাধ্যমে সাংবাদিকদের ওই সভায় ডক্টরস স্পেশালাইজড হসপিটালের ম্যানেজার শেখ মাহামুদুল হাসান (মাসুদ) উপস্থিত হওয়ার জন্য বলেছেন।
উল্লেখ্য, ২৮ফেব্রুয়ারী লোহাগড়া পৌর শহরের প্রাণ কেন্দ্রে ডক্টরস স্পেশালাইজড হসপিটালের যাত্রা শুরু হয়। এরই মধ্যে চিকিৎসা সেবার নামে অপ্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষার কথা বলে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। প্রতিষ্ঠালগ্ন থেকে সরকারের রাজস্ব ফাঁকি এবং অদক্ষ জনবল দিয়েলাইন্সেস বিহীন পরিচালিত ওই হসপিটালকে বন্ধ করে দেওয়ার জন্য জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন নড়াইল সিভিল সার্জন। জেলা প্রশাসন অতি দ্রুত নড়াইলের সকল লাইসেন্স বিহীন সকল হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করে নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন বলে সচেতন মহলের দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here