সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগের হামলায় আহত ৪ সাংবাদিক

0
362

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন চার সাংবাদিক।

শনিবার রাজধানীর পৃথক ভোটকেন্দ্রে এসব হামলার ঘটনা ঘটে ।

হামলায় আহতরা হলেন, অনলাইন নিউজ পোর্টাল আগামিনিউজ.কমের রিপোর্টার মোস্তাফিজুর রহমান সুমন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক মাহবুব মমতাজি, ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদক নূরুল আমিন এবং পরিবর্তন ডটকমের ফটো সাংবাদিক ওসমান গনি।
জানা যায়, সকাল ১১টার দিকে মোহাম্মাদপুর এলাকার রায়েরবাজার সাদেক খান রোডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর হামলার শিকার হন মোস্তাফিজুর রহমান সুমন। পরে সুমনকে প্রথমে জেএইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়েছে।

অন্যদিকে, রাজধানীর গেন্ডারিয়ার সকাল ১০টার দিকে ফরিদাবাদে মাদ্রাসার ভোটকেন্দ্রে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক মাহবুব মমতাজি, ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদক নূরুল আমিন ছাত্রলীগের মারধরের শিকার হন।

মাহবুব জানান, ভোটকেন্দ্রে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে তারা হামলার শিকার হন। ছাত্রলীগকর্মীরা আমাদের বেধড়ক মারধর করে অন্তত দেড় ঘণ্টা আটকে রেখে মোবাইল ফোন কেড়ে নেন বলে জানান তিনি।

এদিকে, গেন্ডারিয়ার ঘটনার ৩০ মিনিট পরেই হামলার শিকার হন অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তন.কমের ফটোসাংবাদিক ওসমান আলী। তিনি টিকাটুলির কামরুন্নাহার গালর্স হাইস্কুল কেন্দ্রে পুলিশ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন তিনি।