সংবাদ সম্মেলনে বন্দুকযুদ্ধে নিহত ডাকাতের পরিচয় দিলো পুলিশ

0
330

নিজস্ব প্রতিবেদক : যশোর-মাগুরা সড়কের নোঙরপুর মাজারে পাশে বন্দুকযুদ্ধে নিহত ডাকাত মনিরামপুরের শোলাপুর গ্রামের কলিমুদ্দিনের ছেলে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সালউদ্দিন শিকদার এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনার সাথে জড়িত ১১ ডাকাতকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
সালউদ্দিন শিকদার আরো বলেন, ভোর ৩টার দিকে যশোর-মাগুরা সড়কের নোঙরপুর মাজারের পাশে দুই দল ডাকাতের মধ্যে গুলি বিনিময় হচ্ছে- এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। তখন ডাকাত দল পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। পুলিশও তিন রাউন্ড গুলি ছোঁড়ে। তখন ফাঁকা মাঠের মধ্যে দিয়ে ডাকাতদল পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় আবুল কাশেমকে পড়ে থাকতে দেখে। এরপর তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ৩রাউন্ড গুলি , তিনটি হাসুয়া, এক জোড়া লাল রঙ্গের পুরাতন বাটার স্যান্ডেল, ১৫ গজ নাইলনের রশি ও ৫টি বাঁশের লাঠি উদ্ধার করে। তিনি বলেন, ডাকাতি ঘটনার পর পুলিশ প্রথমে মণিরামপুর উপজেলার ইত্তা মাঠপাড়া এলাকার সাইফুল ইসলামকে আটক করে। এরপর প্রযুক্তির মাধ্যমে ডাকাত অপর সদস্য শাহিনুর (৩৫), শহিদুল গাজি (৩৫) ধনিরাম দাস (৪০), আসলাম বিশ্বাস (২৯), আলম হোসেন ওরফে ইমরান(২২), মিজানুর রহমান মিন্টু(৪০), আজিবর গাজী(৪৮), বাবর আলী শেখ (৩৬) ও ওহিদুজ্জামান বাবুকে(৩২) আটক করা হয়। এরা যশোর এবং যশোরের আশপাশে বিভিন্ন স্থানে ডাকাতির সাথে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন ও কোতোয়ালী থানার ওসি অপূর্ব হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here