সংসদ নির্বাচনের পর যশোর সীমান্তবর্তী এলাকা দিয়ে অবাধে মাদক ও চোরাচালানী পন্য আসছে!

0
435

এম আর রকি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বেনাপোল সীমান্ত দিয়ে অবাধে ফেনসিডিলসহ বিভিন্ন অবৈধ পণ্যের চালান পাচার হয়ে আসছে বলে খবর পাওয়া গেছে। সীমান্ত এলাকায় বেনাপোল পোর্ট ও শার্শা থানা এবং উক্ত দুই থানার অর্ন্তগত পুলিশ ক্যাম্প,তদন্ত কেন্দ্র থাকলেও মাদকের চালান অজ্ঞাত কারণে ধরা পড়ছেনা। তাহলে কি পুলিশের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীতায় মাদক ও চোরাচালান পন্য সামগ্রী অবাধে পার হয়ে আসছে? এ ধরনের প্রশ্ন সীমান্তবর্তী এলাকাসহ যশোর শহরের বিভিন্ন পেশার মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
সীমান্তবর্তী এলাকা সূত্রে জানাগেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ২১ বিজিবি’র সীমান্তবর্তী পুটখালী বিওপি’র ব্যাটালিয়নের সদস্যরা দফায় দফায় অভিযান চালিয়ে গত এক মাসে প্রায় কয়েক হাজার বোতল ফেনসিডিল,গাঁজা,ইয়াবা এবং চোরাচালানী পন্য,ওয়ান স্যুটারগান,পিস্তলসহ বিভিন্ন পন্য সামগ্রী উদ্ধার করেছে। যা বিজিবি’র মাধ্যমে সংবাদপত্রগুলোতে প্রেসবিজ্ঞপ্তির আকারে দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনের আগে ও পরে লাগালাতার ভাবে বিজিবি’র বিভিন্ন টহলদল সীমান্তবর্তী বেনাপোল ও শার্শা এলাকা সমূহ হতে মাদক ও চোরাচালানসহ চোরাচালানীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অথচ যশোর জেলার সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানাসহ পুলিশের বিভিন্ন পুলিশ ক্যাম্প,তদন্ত কেন্দ্র রয়েছে। সূত্রগুলো বলেছে,এই দুই থানার অধীনে সীমান্তবর্তী এলাকায় ভারতের সীমানা ঘেষে উল্লেখ্যযোগ্যদ অবৈধ ঘাট রয়েছে। সেই ঘাট গুলোতে বিজিবি ও পুলিশ দায়িত্ব পালন করে থাকেন। বিজিবি’র কর্মকর্তা ও সদস্যরা দফায় দফায় টহল জোরদার ও অভিযান পরিচালনা করে প্রায় সময় মাদক ও চোরাচালান পন্য সামগ্রী উদ্ধার করে। এমনকি চোরাচালানী পন্য সামগ্রীর সাথে চোরাকারবারীদের গ্রেফতার করতে সক্ষম হয়। অথচ শৃঙ্খলা উন্নয়ন ও প্রগতি ব্যানারে দায়িত্বপালনকারী পুলিশ অজ্ঞাত কারনে এদের গ্রেফতার করতে পারছেনা। যার ফলে সীমান্তবর্তী এলাকায় পুলিশের দায়িত্ব ও কর্তব্য নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা। সূত্রগুলো বলেছে,বেনাপোল পোর্ট থানা এলাকায় পুলিশের কাছ থেকে আমির জামাই নামে এক ব্যক্তি লিজ নিয়ে অবাধে তার কারবার চালিয়ে যাচ্ছে। সূত্রগুলো আরো জানিয়েছেন,আমির জামাই সীমান্তবর্তী অবৈধ ঘাটগুলোর চোরচালানী সর্দারদের সাথে সাপ্তাহিক চুক্তিতে অবৈধভাবে অর্থ উপার্জন করছে। বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানা পাবলিকদের কাছে লিজ দেওয়া হয়েছে বলে থানা এলাকার বসবাসকারী বিভিন্ন পেশার মানুষ নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন। দু’টি থানা পাবলিকের কাছে লিজ দেওয়ার ফলে চোরাচালানী ও মাদকব্যবসীরা তাদের কারবার অবাধে চালিয়ে যাচ্ছে। তাছাড়া,এই দু’টি থানা এলাকা দিয়ে অবাধে স্বর্ণের চালান ভারতে পাচার হয়ে যাচ্ছে। ধরা পড়লে বোঝা যাল কি পরিমানের স্বর্ণের চালাণ ভারতে যাচ্ছে। তাই অবিলম্বে তদন্ত পূর্বক এ দু’টি থানায় যারা র্দীঘদিন রয়েছেন এবং কর্তব্যরতরা কিভাবে দায়িত্ব পালন করছেন তা খতিয়ে দেখার জন্য পুলিশেল উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সীমান্তবর্তী এলাকাসহ যশোর জেলার মানুষেরা।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here