সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে ডাক্তার আবুল কালাম আজাদ লিটুকে যোগদানের নির্দেশ

0
833

এম আর রকি : হাতে বদলীর অর্ডার পেলে আজ রোববার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত¡াবধায়ক হিসেবে যোগ্য ব্যক্তি ও যশোরের সকলের প্রিয় ডাক্তার আবুল কালাম আজাদ লিটু যোগদান করতে পারেন। এই পদটি নিয়ে র্দীঘদিন সংশয়সহ নানা জটিলতা কাটাতে বর্তমান সরকারের স্বাস্থ্য মহা পরিচালকের সিদ্ধান্তক্রমে দৃষ্টান্ত পদক্ষেপ বলে মনে করছেন যশোরের চিকিৎসকগন। যশোর জেলার পাশ্ববর্তী ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সহকারী পরিচালক পদে কর্মরত ডাক্তার আবুল কালাম আজাদ লিটুকে গত বৃহস্পতিবার ১ মার্চ স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক চলতি দায়িত্বে পদায়ন করেন। গত বৃহস্পতিবার ১ মার্চ স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক ডাক্তার আবুল কালাম আজাদকে চলতি দায়িত্বে পদটি পদায়ন করায় যশোরে স্বাস্থ্য বিভাগে স্বস্তি ফিরে এসেছে। তার কারণ ডাক্তার আবুল কালাম আজাদ লিটু এই পদের যোগ্যতা সম্পন্ন বলে মন্তব্য করেছেন যশোরে কর্মরত বিভিন্ন সরকারী ও বেসরকারি চিকিৎসকগন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচীপ) নেতাদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন,র্দীঘদিন যাবত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গুরুত্বপূর্ন তত্ত্বাবধায়ক পদটি পূরুন নিয়ে চলছে নানা জটিলতা। যার কারনে ১৮ ফেব্রæয়ারী মন্ত্রণালয় প্রজ্ঞাপন জরি করে অত্র হাসপাতালের সার্জারী কনসালটেন্ট ডাক্তার আব্দুর রহিম মোড়লকে ভারপ্রাপ্ত তত্ত¡াবধায়ক হিসেবে পদায়ন করে ড্রয়িং এন্ড ডিসভার্সিংয়ের ( আনয়ন এবং ব্যয়ন) ক্ষমতা দেয়। আব্দুর রহিম মোড়লকে দায়িত্ব দেওয়ার ১১ দিনের মাথায় যোগ্য প্রার্থী হিসেবে ডাক্তার আবুল কালাম আজাদকে তত্বাবধায়ক পদে পদায়ন করে। সরকারের নন্দিত পদক্ষেপকে যশোরে কর্মরত চিকিৎসকেরা প্রশংসা করেছেন।
সূত্রগুলো জানিয়েছেন,র্দীঘদিন যাবত অত্রহাসপাতালে তত্ত¡াবধায়ক পদটি নিয়ে মতবিরোধ চলে আসছে। ১শ’ বেডের হাসপাতালকে আড়াই শ’ শয্যা জেনারেল হাসপাতালে উন্নতি করনে প্রথম পর্যায় সরকার ডাক্তার হাসান আল মামুনকে উন্নয়ন খাতে তত্ত¡াবধায়ক পদে নিয়োগ দেন ১৯৯৮ সালে। উন্নয়ন খাত থেকে তত্ত¡বধায়ক পদ হিসেবে হাসান আল মামুন দায়িত্ব পালনের এক পর্যায় হাসপাতালের করোনারী কেয়ার ইউনিট উদ্বোধনী কালে তৎকালীণ স্বাস্থ্যমন্ত্রী উক্ত হাসপাতালে তত্ত¡াবধায়ক ডাক্তার হাসান আল মামুনকে সাময়িক বরখাস্ত করেন। হাসান আল মামুনকে বরখাস্ত করার পর সিনিয়র নাক কান গলা বিশেষঞ্জ ডাক্তার সালাহ্ উদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত তত্ত¡াবধায়ক হিসেবে দায়িত্ব দেন। তিনি অবসরে যাওয়ার কিছুদিন পূর্বে ২০১৩ সালের ৭ অক্টোবর সহকারী পরিচালক মুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্লাকে ভারপ্রাপ্ত তত্ত¡াবধায়ক হিসেবে যোগদান করেন। ২০১৫ সালের ১৫ জানুয়ারী তিনি অবসরোত্তর ছুটিতে যাওয়ায় সাময়িকভাবে তত্ত¡াবধায়ককের দায়িত্ব পান হাসপাতালে কর্মরত সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ সাহা। এর পর ২০১৫ সালের ২২ ডিসেম্বর উক্ত চিকিৎসককে উপ-পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে তত্ত¡াবধায়ক পদে পদোন্নতি করে প্রজ্ঞাপনজারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ডাক্তার শ্যামল কৃষ্ণ সাহা গত বছরের ৪ মার্চ অবসরোত্তর ছুটিতে যান। তখন সাময়িক তত্ত¡াবধায়কের দায়িত্ব পালন করে সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডাক্তার মোসলেম উদ্দিন। এই পদটি নিয়ে নানা জল্পনা কল্পনা চলার এক পর্যায় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক যশোর বিএমএ’র সভাপতি ও স্বাচীপের সাধারণ সম্পাদক ডাক্তার একেএম কামরুল ইসলাম বেনুকে গত বছরের ৬ মার্চ তত্ত¡াবধায়ক হিসেবে সংযুক্তিতে যোগদানের নির্দেশ দেন। ৮ মার্চ বেনু হাসপাতালে তত্ত¡াবধায়ক হিসেবে যোগদান করেন। তাকে তত্ত¡বাধয়ক পদে সংযুক্তির আদেশ দেওয়া হলেও পরবর্তীতে উক্ত মন্ত্রণালয় জানতে পারেন বেনু কোন অর্থনৈতিক সংক্রান্ত ব্যাপারে ভূমিকায় লিপ্ত হতে পারবেন না। তার কারণে হাসপাতালে উন্নয়ন খাতও রাজস্ব খাতের তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীরা তাদের বেতনসহ অর্থ সংক্রান্ত সকল কর্মকান্ড স্তব্দ হয়ে পড়েন। এক পর্যায় গত বছরের ১৩ এপ্রিল তাকে তত্ত্বাবধায়ক পদ থেকে প্রত্যাহার করে নেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বেনুকে স্বপদে বহাল রাখতে কর্মরত চিকিৎসক,সেবিকাসহ স্বাস্থ্য বিভাগের বিক্ষোভ ও আন্দোলন শুরু করেন। তাতে সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন না করায় বেনু চলতি বছরের ৩০ জানুয়ারী অত্র হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালটেন্ট ডাক্তার আব্দুল রহিম মোড়লকে তত্ত¡াবধায়কের সাময়িক ভারপ্রাপ্ত দায়িত্ব বুঝে দিয়ে বিদায়ী নেন। বর্তমানে আব্দুর রহিম মোড়ল ৩ মার্চ শনিবার ভারপ্রাপ্ত তত্ত¡াবধায়ক দায়িত্ব পালন করছেন। এদিকে গত বৃহস্পতিবার ১ মার্চ যোগ্য ও সব দলের উর্ধ্বে রেখে ডাক্তার আবুল কালাম আজাদকে পদায়ন দিয়ে অত্র হাসপাতালে তত্ত¡াবধায়ক পদে পদোন্নতি দেওয়ায় যশোরে স্বাচীপের এক অংশ থেকে শুরু করে সকল পর্যায়ের চিকিৎসকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এখন শুধু পদটি পূরণ হওয়ার অপেক্ষা মাত্র। ডাক্তার আবুল কালাম আজাদ লিটুকে শনিবার দুপুরে তার মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি জানান অর্ডার হয়েছে শুনেছি। হাতে অর্ডার পেলে যোগদান করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here