সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক হলেন ডা. লিটু

0
577

এম আর রকি : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিরেয় গতকাল শনিবার ৭ এপ্রিল যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে যোগ দিয়েছেন ডাক্তার আবুল কালাম আজাদ লিটু।
শনিবার সকাল পৌনে ১১টায় দায়িত্বরত ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আবদুর রহিম মোড়লের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। যোগদান অনুষ্ঠানে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আব্দুর রউফ ও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার হিমাদ্রি শেখর উপস্থিত ছিলেন।
ডা. লিটুকে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত করার পর সরকারপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচীপ)’র প্রভাবশালী কিছু ডাক্তার সক্রিয় হয়ে ওঠেন। তারা লিটু যাতে এই হাসপাতালে যোগ দিতে না পারেন তার জন্য সব চেষ্টা চালান। সাংবাদিকরা জানতে চাইলে বিদায়ী ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রহিম মোড়ল বলেন, আইনি জটিলতার কারণে গত সপ্তাহে ডাক্তার আবুল কালাম আজাদ লিটু যোগদান করতে পারেননি। তিনি দেশের বাইরে ছিলেন। বিদেশ থেকে আসার পরে ডিজি অফিসে যোগদান করে ছাড়াপত্র নিয়ে আজ কর্মস্থলে যোগ দিলেন।
এক প্রশ্নে ডা. মোড়ল বলেন, ‘আমি হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক পদের দায়িত্ব নিতে চাইনি। সরকার মনে করেছিল তাই দায়িত্ব পালন করেছি। মাত্র দুই মাসের মতো যশোর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালনকালে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। আবুল কালাম আজাদ সাহেব যোগদান করেছেন। আমি তাকে প্রতিষ্ঠানটি চালাতে সব ধরনের সহযোগিতা করবো।’ডাক্তার আবুল কালাম আজাদ লিটু বলেন, এর ভেতর অনেক ব্যাপার ছিল। ভেতরে ভেতরে ডাক্তার হিমাদ্রি শেখরকে হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে বসানোর চেষ্টা করা হয়েছিল। সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে অবশেষে আমি দায়িত্ব বুঝে নিয়েছি।’
এক প্রশ্নের জবাবে ডাক্তার লিটু বলেন, ‘খুবই ভালো লাগছে। যশোরবাসীর সেবা করার যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তা আমি যথাযথভাবে পালন করে যাব। আমি সকলের সহযোগিতা চাই।’
ডা. লিটুর যোগদান অনুষ্ঠানে অনুপস্থিতি প্রসঙ্গে ডাক্তার হিমাদ্রি শেখর বলেন, ‘আউটডোর ও বিভিন্ন ওয়ার্ডে ডাক্তাররা দায়িত্ব পালন করছে। সেই কারণে যোগদান অনুষ্ঠানে ডাক্তারদের উপস্থিতি কম।’
গত সপ্তাহে যখন ডা. লিটু হাসপাতালে তত্ত্বাবধায়ক হিসেবে যোগ দিতে গিয়েছিলেন, তখন বিপুল সংখ্যক ডাক্তার ডিউটি বাদ দিয়ে তাকে ঠেকাতে সভায় মিলিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here