সকল মা’ই সন্তানের বড় শিক্ষক -এ্যাড. মনির এমপি

0
755

এম আর মাসুদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছার বেজিয়াতলা আলিম মাদ্রাসায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে মা সমাবেেশ প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির। এ সময় তিনি বলেন, সকল মা’ই সন্তানের বড় শিক্ষক। তাই সন্তানদেরকে যুগোপযোগি করে গড়ে তুলতে মায়ের ভূমিকা অগ্রণী। শিক্ষকদের দায়িত্ব হল শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাদান করা। দেশ প্রেমিক হিসাবে গড়ে তোলা। খেয়াল রাখতে হবে মাদ্রাসার শিক্ষার্থীরা যেন মাদকাসক্ত ও বিপথগামী হয়ে সন্ত্রাস-জঙ্গীবাদে না জড়ায়। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদরাসা শিক্ষার গুরুত্বারোপ করায় মাদ্রাসার শিক্ষকরা সিনিয়র স্কেলে বেতন ভাতা পান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, ইউপি চেয়ারম্যান শাহাজান আলী, শাকিরুল আলম, আব্দুর জব্বার ও আমেরিকা প্রবাসী সুলতান আহম্মেদ। মাদ্রাসার অধ্যক্ষ দীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সদর ইউপি চেয়ারম্যার আমির হোসেন, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নির্বাসখোলা ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মীর বাবরজান বরুণ, মেম্বার সেলিম রেজাসহ এলাকার সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতিগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here