সকল সাম্প্রদায়িক অনুষ্ঠানে সম্প্রীতি বজায় রাখতে হবে- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য‍্য

0
134

উত্তম চক্রবর্তী,মণিরামপুর অফিস : দেশের সকল সাম্প্রদায়িক অনুষ্ঠানে সকলকে সম্প্রীতি বজায় রাখতে হবে। সম্প্রীতি বিনষ্টকারী একটি চক্র সুপরিকল্পিত ষড়যন্ত্র করে হিন্দু-মুসলমান সম্প্রদায়ের ঐতিহ্য ধুলায় মিশিয়ে দেওয়া চেষ্টা করছে। তারা ধর্মকে অপপ্রচার সম্বল করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপ্রচেষ্টা করছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বৃহস্পতিবার বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার ভবানীপুর রামোত্তম মাধ্যমিক বিদ্যালয়ের উর্দ্ধমুখী সম্প্রসারিত ৩ তলা ভবনের উদ্বোধন ও বাসন্তী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি অমল কুমার সরকারের সভাপতিত্বে তিনি আরো বলেন, আজ যে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, ধর্মীয় সহাবস্থানকে নষ্ট করছে তাদের সমূলে উৎপাটন জরুরি হয়ে পড়েছে। শিক্ষক হিরামন হালদারের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, আওয়ামীলীগ নেতা ও অধ্যক্ষ চঞ্চল কুমার ভট্টাচার্য্য, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কালীপদ মন্ডল, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, আওয়ামীলীগ নেতা প্রনব কুমার সরকার, সিরাজুল ইসলাম, মাষ্টার প্রনব বিশ্বাস, সুবোধ কুমার সরকার, প্রবীর কান্তি বিশ্বাস ও প্রধান শিক্ষক শ্যামল কান্তি মন্ডল, স্থানীয় যুবলীগের সভাপতি জাহিদ হোসেন প্রমূখ।