সততা ও নিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করবো-স্বপন ভট্টাচার্য্য

0
421

মণিরামপুর (যশোর)প্রতিনিধি : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার প্রতি আস্থা রেখে আমার কাঁধে যে দায়িত্ব অর্পণ করেছেন আপনাদের আশির্বাদ নিয়ে আমি তা শতভাগ সততার সাথে পালন কবরো। মন্ত্রীত্ব মানে জমিদারি বা বিলাসিতা নয়-এটা কঠিন গুরুদায়িত্ব পালনের পন্থা। এর মাধ্যমে রাষ্ট্র তথা জনগণের ভাগ্য উন্নয়নে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।

আজ বৃহষ্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ভোজগাতী ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদ আয়োজিত সিটিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিসুর রহামন তজুর সভাপতিত্বে বিশাল এ গণসংবর্ধনা তিনি আরও বলেন, শহরের নাগরিক যে সকল সুবিধা পেয়ে থাকে সেটা গ্রামে পৌঁছে দেয়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মুখে যা বলেন-কাজের মাধ্যমেই তা প্রমাণ করে। আর দৃশ্যমাণ কাজের মাধ্যমে তিনি ইতিমধ্যে বাংলাদেশকে বিশ্বের অন্যতম মডেল দেশ হিসেবে পরিনত করেছেন। আগামীতে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে মানীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন মেঘা প্রকল্প হাতে নিয়েছে, যা দৃশ্যমান।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোড়ল ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, জেলা জাসদের সাধারণ সম্পাদক অরুন কুমার রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএম নজরুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম মোড়ল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তরুন আওয়ামী লীগ নেতা বশির আহম্মেদ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, জেলা পরিষদ সদস্য এমএম ফারুক হুসাইন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দেবাশীষ সরকার বাবু, সাধারণ সম্পাদক স ম আলাউদ্দীন, উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্র্তী বাচ্চু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক নেতা কাজী তাজাম্মুল হুসাইন টিটো, যুব মহিলা লীগ সভাপতি জলি আক্তার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, ফজলুর রহমান, ছাত্রলীগের সাবেক নেতা মফিজুর রহমান আকাশ, মাহবুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here