সবুজ নয়, লাল সবুজেই ফিরছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

0
398

ক্রীড়া ডেস্ক : সমর্থকদের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি পরিবর্তন করা হচ্ছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়। উন্মোচন করার পরই এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

বিশেষ করে প্রচলিত লাল-সবুজের মিশেলের বদলে শুধু সবুজ রঙ ব্যবহার করে এবং লাল রঙের অনুপস্থিতিতে জার্সি তৈরি করায় অনেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ডিজাইনার প্রতিষ্ঠানের সমালোচনা করেন। দিনভর সমালোচনা শেষে রাতে কয়েকটি বিশ্বস্ত সংবাদমাধ্যম জার্সি পরিবর্তনের খবর প্রকাশ করে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বরাত দিয়ে বেসরকারি দুই টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও একাত্তর টেলিভিশনের পর্দায় ‘সর্বশেষ সংবাদ’ ও ‘ব্রেকিং নিউজ’ হিসেবে উঠে আসে বিশ্বকাপের জার্সি পরিবর্তনের বিষয়টি।

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে উল্লেখ করা হয়, ‘বিশ্বকাপে বাংলাদেশের জার্সি পরিবর্তন হচ্ছে: বিসিবি সভাপতি।’

একাত্তর টেলিভিশনে উল্লেখ করা হয়, ‘সাধারণ দর্শকদের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় ক্রিকেট দলের জার্সি বদলের সিদ্ধান্ত, জানিয়েছেন বিসিবি সভাপতি।’

এবারই প্রথম বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি আনুষ্ঠানিকভাবে বাজারজাত করার কথা রয়েছে। এরই ধারাবাহিকতায় জার্সি উন্মোচনের পর শুরু হয়েছিল জার্সি কেনাবেচাও।

বাংলাদেশের বিশ্বকাপ জার্সির স্বত্ব কিনে নিয়েছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ নামের একটি প্রতিষ্ঠান। তাদের অধীনেই বিক্রি করা হবে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি, আলোচিত জার্সির ডিজাইনও করেছিল প্রতিষ্ঠানটি।

দেশের দুই ব্র্যান্ডশপ অঞ্জনস ও জেন্টল পার্কের প্রায় শতাধিক আউটলেটে বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইনে ক্রিকশপ বিডি ও জার্সি ফ্রিক বিডির এবং স্পোর্টস অ্যান্ড স্পোর্টজের এক্সক্লুসিভ পার্টনার ডিমানি অ্যাপের মাধ্যমে ঘরে বসেই জার্সি পাওয়ার কথা রয়েছে। তবে জার্সির পরিবর্তন চলমান বিপণন ব্যবস্থায়ও বড় পরিবর্তন আনতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here