সরকারি এম এম কলেজ সমাজবিজ্ঞান বিভাগের উদ্দোগে অগাস্ট কোঁৎ এর ১৬১ তম মৃত্যুবার্ষিকী পালিত।

0
1026

মো:দেলোয়ার হুসাইন :সরকারি এম এম কলেজে, সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের উদ্দোগে সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোঁৎ এর ১৬১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভার শুরুতে অতিথিরা আসন গ্রহণ করেন। পরে পবিত্র কোরান, ও গীতা পাঠ করা হয়। এর পর অগাস্ট কোঁৎ এর আত্মার শান্তির জন্য এক মিনিট নিরাবতা পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর সুধীর রঞ্জন নাথ,বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি এম এম কলেজ, যশোর।আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের সহযোগী অধ্যপক ড.খ.ম.রেজাউল করিম ও প্রভাষক মো:হামিদুল হক। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মুহাম্মদ কামরুল এনাম আহমেদ, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অগাস্ট কোঁৎ এর অবদান না থাকলে আমরা সমাজবিজ্ঞান পড়তে পারতাম না।আলোচক বৃন্দ তাদের আলোচনাতে কোঁৎ এর জীবনী ও তার অবদান সম্পর্কে আলোচনা করেন। আলোচনা শেষে সভাপতি তার সমাপনী বক্তব্যে অগাস্ট কোঁৎ কে সমাজবিজ্ঞানের প্রাণ পুরুষ হিসাবে আখ্যায়িত করেন।
আলোচনা সভায় বিভাগে সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here