সরকারি সেবার মান উন্নয়নে যশোরে গণ শুনানি অনুষ্ঠিত

0
38

নিজস্ব প্রতিবেদক : পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরনে এবং তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মান উন্নয়নে ওয়েব ফাউন্ডেশন কর্তৃক তৃণমূলের সামাজিক নিরীক্ষা কর্মসুচির ফলাফলের উপর গণ শুনানি অনুষ্ঠিত হয়।
সকালে যশোরের গ্রান্ড দরবার মিলনায়তনে ওয়েব ফাউন্ডেশন যশোর জেলার এডভোকেসি নেটওয়ার্ক কমিটির উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষতঃ দলিত, ট্রান্সজেন্ডার, প্রতিবন্ধি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়।
ওয়েব ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী খালিদ হাসানের সঞ্চালনায় অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক অশিত কুমার সাহা, মহিলা ও শিশু বিষায়ক অধিদপ্তরের উপ পরিচালক আশিকুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক এইচ আর তুহিন, জেলা শিক্ষা সমন্বায়ক শাকিরুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রেহেনেওয়াজসহ সাংবাদিক, সমাজকর্মীসহ আরো অনেকে।