সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

0
335

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে কেশবপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্ত্বরে মানববন্ধন মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্মআহবায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে । সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য সাংবাদিক উৎপল দে’র সন্ঞলনায় মানববন্ধন চলাকালীন সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, খেলাঘর আসরের জাতীয় পরিষদের সদস্য আব্দুল মজিদ, সাংবাদিক দিলীপ মোদক, সিপিবির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, সৈয়দ আকমল আলী, এম এ হালিম, উজ্জ্বল ব্যানার্জী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here