সাত দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দরে আবার আমদানি-রপ্তানি শুরু

0
437

বিশেষ প্রতিনিধি : সাত দিন বন্ধ থাকার দেশের রাজস্ব আদায়ের অন্যতম স্থল বন্দর যশোরের বেনাপোল বন্দর সচল হয়েছে । আবারো শুরু হয়েছে আমদানি-রপ্তানি। মঙ্গলবার সন্ধায় বাংলাদেশ ও ভারত দু’ দেশের বন্দর ব্যাবহারকারীদের মধ্যে সমঝোতায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি সুরাহে উভয় দেশের ৮ জন করে নিয়ে ১৬সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। এদিন রাতে ১৩ টি ট্রাক কাঁচা মাল ও ২ টি ট্রাক ইন্ড্রাষ্ট্রিয়াল পন্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। পরে লিংক সমস্যার কারনে বন্ধ হয়ে যায় পন্য আমদানি রফতানি। কাষ্টম কমিশনার বেলাল হোসেন চৌধুরী জানান, বুধবার সকাল থেকে ফের আমদানি রপ্তানি শুরু হয়েছে। উল্লেখ্য,বেনাপোল স্থলবন্দরে আমদানীকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক ড্রাইভারদের সাথে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সাথে আমদানীকৃত পণ্য ট্রাক থেকে নামানো সংক্রান্ত বিষয় এবং বকশিষের নামে হয়রানী ও দূর ব্যবহারের প্রতিবাদে তিন দফায় গত ৭দিন কর্মবিরতি পালন করে ভারতের পেট্টাপোল বন্দর ব্যাবহার কারী বিভিন্ন সংগঠন। ফলে বন্ধ হয়ে যায় আমদানি রফতানি। অচলাবস্থার সৃষ্টি হয় বেনাপোল বন্দরে। বেনাপোল স্থল বন্দরের পরিচালক আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, বেনাপোল বন্দরে সৃষ্ট সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। পণ্য আমদানি রপ্তানিতে কোন বাধা নেই। গঠিত দুটি কমিটি দু’ দেশের মধ্যে পৃথক পৃথক ভাবে বৈঠক করে সমস্যার স্থায়ী সমাধান করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here