সাফে পিছিয়ে পড়েও ভারতকে ৪-৩ গোলে হারাল বাংলাদেশ

0
324

ক্রীড়া ডেক্স : সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশের যুবার। প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

এরপর দ্বিতীয়ার্ধে দারুণভাবে প্রত্যাবর্তন করে তারা। শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের তরুণরা।
সোমবার উদ্বোধনী ম্যাচে ভুটানের থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ।

ম্যাচের ১৮ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। এসময় ভারতের লালামপুইয়া গোল করে এগিয়ে নেন দলকে। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভারতের এডমন্ড লালরিনদিকা। প্রথমার্ধের শেষ দিকে ভারতের রেবেলো প্রিন্সটন গোল পেলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। কর্নার কিক থেকে উড়ে আসা বল বক্সের ভেতরে পেয়ে যান আনমার্ক থাকা বাংলাদেশের জাফর আবদুল্লাহ। তিনি বলে মাথা লাগিয়ে জালে পাঠিয়ে দেন। ভারতের গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগেই বল জালে আশ্রয় নেয় (১-৩)। পরপর তিনটি পরিশোধ করার পর কর্নার থেকে হেড করে জয়সূচক গোল পায় বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here