সাবেক রোহিঙ্গা সাংসদকে গ্রেফতার করল মিয়ানমার!

0
350

ম্যাগপাই নিউজ ডেস্ক : মিয়ানমারের রাজধানী নেইপিদো থেকে দেশটির একজন সাবেক রোহিঙ্গা সাংসদকে গ্রেফতার করেছে পুলিশ। এর ফলে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে রোহিঙ্গাদের মধ্যে। ধারণা করা হচ্ছে, এই ঘটনার পর সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর ফের হামলার ঘটনা ঘটতে পারে।

জানা যায়, দেশটির সাবেক সাংসদ অং জ্য উইনকে ইয়াঙ্গুন বিমানবন্দর থেকে গত বুধবার গ্রেফতার করা হয়েছে। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে (আরসা) অর্থায়নের অভিযোগ এনে তাকে গ্রেফতার করে পুলিশ।

অং জ্য উইন রোহিঙ্গা অধ্যুষিত উত্তর আরাকান থেকে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন । তাকে গ্রেফতারের পর রোহিঙ্গাদের মধ্যে আবারো উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর নির্মম অভিযান এখন রাখাইন ছাড়িয়ে দেশটির অন্যান্য শহরেও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here