সামরিক শক্তিতে ১১ ধাপ এগিয়েছে বাংলাদেশ

0
293

নিজস্ব প্রতিবেদক : সামরিক শক্তিতে ১১ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে ৪৫তম, যা গত বছর ছিল ৫৬তম।

সামরিক শক্তি নিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘গ্লোবাল ফায়ার পাওয়ার’র বৈশ্বিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বিশ্বের সামরিক শক্তিতে প্রথম পাঁচটি দেশ যথাক্রমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত ও ফ্রান্স। তালিকায় ১৫তম স্থানে পাকিস্তান এবং ১৩৭তম দেশের তালিকায় ভুটান। আর প্রতিবেশী মিয়ানমারের অবস্থান ৩৭তম।
তালিকায় থাকা প্রথম ২০টি দেশ হলো ১. যুক্তরাষ্ট্র, ২. রাশিয়া, ৩. চীন, ৪. ভারত, ৫. ফ্রান্স, ৬. জাপান, ৭. দক্ষিণ কোরিয়া, ৮. যুক্তরাজ্য, ৯. তুরস্ক, ১০. জার্মানি, ১১. ইতালি, ১২. মিসর, ১৩. ব্রাজিল, ১৪. ইরান, ১৫. পাকিস্তান, ১৬. ইন্দোনেশিয়া, ১৭. ইসরায়েল, ১৮. উত্তর কোরিয়া, ১৯. অস্ট্রেলিয়া ও ২০. স্পেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here