সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

0
648

ম্যাগপাই নিউজ ডেস্ক: চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ক্রমশ শক্তিশালী হচ্ছে। এমনকি একাধিকবার যুক্তরাষ্ট্রের উপর পরমাণু হামলা চালানোর হুমকি দিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

সেদিকে লক্ষ্য রেখে এবার যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিল পেন্টাগন। এজন্যে ৯২ কোটি ২৬ লক্ষ ডলার ব্যয়ে ১১৭টি অ্যাপাচি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর। এসব হেলিকপ্টার বোয়িং কোম্পানি থেকে কেনা হবে বলে জানা যায়।
এ ব্যাপারে পেন্টাগন জানিয়েছে, এসব ট্যাকটিক্যাল হেলিকপ্টার তৈরির কাজ ২০১৮ সালের ৩১ মার্চের মধ্যে শেষ হবে। এর আগে মার্কিন প্রতিরক্ষা দফতর এফ-৩৫ স্টেলথ বিমানসহ বোমারু বিমান কেনার জন্য লকহিড মার্টিন কোম্পানিকে দায়িত্ব দিয়েছিল। জানুয়ারি মাসের শেষ দিকে মার্কিন সামরিক বাহিনী ৫০০টি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করে। অবশ্য এসব বিমান যুদ্ধোপযোগী কিনা তা যাচাই করার আগেই এই পরিকল্পনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here