সিসি ক্যামেরার আওতাভূক্ত হল যশোর কোতয়ালি মডেল থানা

0
702

এম আর রকি : জেলার শীর্ষ থানা কোতয়ালি মডেল থানা চত্বর সিসি ক্যামেরার আওতাভূক্তে আনা হয়েছে। যার ফলে কোতয়ালি মডেল থানায় অবস্থানরত জন সাধারণ ও কর্তব্যরত পুলিশ কর্তা এবং সদস্যদের অবস্থান নিশ্চিত হওয়া যাবে।
গতকাল মঙ্গলবার ২৩ জানুয়ারী সকাল থেকে কোতয়ালি মডেল থানায় নতুন করে দু’টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। যার মাধ্যমে থানায় প্রবেশদ্বারসহ ভিতরের অংশ এবং থানা চত্বরের ভিতরের অংশে অবস্থানকারীদের গতিবিধি লক্ষ্য করা যায়। এর পূর্বে আরো ৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সে গুলি থানার প্রধান গেটের সামনে,ডিউটি অফিসের কক্ষে প্রবেশের সামনে বারান্দায় মডেল থানার ভবনে যার মাধ্যমে থানার ভিতরে মোটর সাইকেল স্ট্যান্ড সমূহ কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ,হাজত থানার সামনে পূর্ব ও পশ্চিম পাশের দেওয়ালে হাজত থানার পূর্ব পাশে ও পুরুষ হাজত থানার ভিতরে অস্ত্রগারের সামনে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রগুলো বলেছে,কোতয়ালি মডেল থানা জেলার গুরুত্বপূর্ন থানা গুলির মধ্যে অন্যতম। থানায় প্রতিনিয়ত বিভিন্ন পেশার মানুষ পুলিশের সহায়তা পাওয়ার জন্য আসে। তাছাড়া,থানার অভ্যন্তরে বিভিন্ন জব্দকৃত মালামাল রয়েছে। যেগুলির মধ্যে কিছু জব্দকৃত মালামাল অরক্ষিতভাবে রয়েছে। তাছাড়া,থানায় অস্ত্রাগার,হাজতখানা,কর্মরত এসআই,এএসআই ও কনস্টেবলদের মোটর সাইকেল,সাইকেল রাখার স্ট্যান্ড রয়েছে। যেগুলি প্রতিনিয়ত রক্ষনাবেক্ষনের জন্য এই ব্যবস্থা গ্রহন করা হতে পারে। তাছাড়া,থানায় কর্মরত কর্মকর্তা ও হাজত খানায় পাহারত সেন্ট্রিদের দায়িত্ব ও কর্তব্য পালন নিশ্চিত ও তাদের গতিবিধি নিশ্চিত করতে এ অবস্থা তৈরী করা হয়েছে। অপর একটি সূত্রবলেছে,থানার অভ্যন্তর থেকে থানা কর্তা,কর্মরত কর্মকর্তা,সদস্যদের যানবাহনের অবস্থান নিশ্চিত ও দেখতে এই পরিস্থিতি তৈরী করা হয়েছে। সূত্রগুলো আরো জানিয়েছেন,সম্প্রতি কোতয়ালি মডেল থানার প্রধান ফটকের পাশে একজন পুলিশ কনস্টেবলকে পাহারায় নিয়োগ করা হয়েছে। তাছাড়া,থানার নিরাপত্তা জোরদার করার জন্য থানার প্রধান ফটকের অধিকাংশে লোহার গ্রীলের গেট লাগানো হয়। থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, থানার প্রধান গেট দিয়ে আগত ব্যক্তিদের আনাগোনা ও থানায় কর্মরত কর্মকর্তাদের অবস্থানসহ বিভিন্ন কারণে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যার ফলে থানার নিরাপত্তা জোরদারসহ অনেকাংশে অপরাধীদের অবাধে থানায় আগমের বিষয় নিশ্চিত হওয়া যাবে। থানায় কর্মরত কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম গতিশীল করতে ও পরিলক্ষিত করার লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here