সীসাবার নিষিদ্ধের জন্য প্রস্তাব করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

0
429

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সীসা নামে নতুন এক মাদকে আমাদের যুবসমাজ আসক্ত। আমাদের ইয়াং ছেলে-মেয়েরা সীসা গ্রহণ করছে। তবে আইনের জটিলতার কারণে আমরা এটা বন্ধ করতে পারছি না। তবে নতুন আইনে সীসাবার নিষিদ্ধ করার জন্য প্রস্তাব করা হয়েছে। তাছাড়া যেখানেই ক্যাসিনোর সংবাদ পাওয়া যাচ্ছে সেখানেই আমাদের পুলিশ অভিযান করছে।

বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিএনএফ প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদের সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মীর শওকাত আলী বাদশার অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান কামাল বলেন, যেখানে যেখানে হাইওয়ে পুলিশের প্রয়োজনীয়তা রয়েছে আমরা সেখানেই হাইওয়ে পুলিশের ব্যবস্থা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here