সেই তিন নাবিক করোনামুক্ত

0
322

নিজস্ব প্রতিবেদক : মোংলা বন্দরে নোঙর করা বিদেশী জাহাজের জ্বরাক্রান্ত তিন নাবিকের মধ্যে দুইজনের জ্বর সেরে গেছে। আরেকজনের শরীরে জ্বর থাকলেও তাকে নভেল করোনাভাইরাস আক্রান্ত বলে মনে করছে না আইইডিসিআর।
মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফখর উদ্দিন আহমেদ জানিয়েছেন এসব তথ্য।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘দুজনের জ্বর ভালো হয়ে গেছে, একজনের এখনো জ্বর আছে। কিন্তু তাকে করোনাভাইরাসে আক্রান্ত মনে হচ্ছে না। তাদের তিনজনকে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

জানা যায়, ওই তিন নাবিককে এখনও আইসোলেশনে রাখা হয়েছে। আর মেডিকেল টিম এখনও ছাড়পত্র না দেওয়ায় ‘সেরেনিটাস এন’ নামের ওই জাহাজ থেকে কয়লা খালাসের কাজ এখনও শুরু করা যায়নি।

মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেরেনিটাস এন’ ২৪ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে বুধবার রাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়ায় নোঙর করে। এ সময় চিকিৎসকরা জাহাজের ২০ নাবিকের স্বাস্থ্য পরীক্ষা করলে ফিলিপাইনের তিন নাবিকের শরীরে জ্বর ধরা পড়ে। পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষকে তা জানানো হলে জ্বরাক্রান্ত নাবিকদের পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য বিভাগ।

বাংলাদেশ জার্নাল/কেআই