সোমবার থেকে এইচএসসি পরীক্ষা শুরু ॥ যশোর শিক্ষাবোর্ডে ১৭ হাজার ৫৭৩ জন শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে

0
404

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল সোমবার থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হচ্ছে। যশোর শিক্ষাবোর্ড থেকে এবারের পরীক্ষায় খুলনা বিভাগের ১০ জেলা থেকে মোট অংশ নিচ্ছে ১ লাখ ২২ হাজার ৩০ জন শিক্ষার্থী। গতবছর (২০১৭) মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। এ বছর ১৭ হাজার ৫৭৩ জন শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে বলে নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক মধাব চন্দ্র রুদ্র। পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। অনেক আগেই সব শিক্ষা প্রতিষ্ঠানে রেজিষ্টেশন ও এডমিডকার্ড বিতরণ করা হয়েছে। পরীক্ষা সংশ্লিষ্ট কোন বিষয়ে শিক্ষার্থীরা কোন ভাবেই দুর্ভোগে পড়বে না বলে আশা করা যায়। এছাড়া পরীক্ষার নিয়ম-কানুন সর্ম্পকে শিক্ষাবোর্ডে কেন্দ্র সচিবদের সাথে মিটিং করে জানানো হয়েছে। ত্রিশ মিনিট আগে শিক্ষার্থীদের আসনে বসার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা তদারকি করার জন্য ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তারপরও দায়িত্বরত কোন শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সহকারে অভিযোগ পাওয়া গেলে পরীক্ষা আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে এবার খুলনা জেলায় মোট শিক্ষার্থী রয়েছে ২২ হাজার ২৯২ জন। তারমধ্যে ছাত্র ১১ হাজার ৬২১ জন ও ছাত্রী ১০ হাজার ৬৭১ জন। বাগেরহাটে রয়েছে ৮ হাজার ৬১৩ জন শিক্ষার্থী। তারমধ্যে ছাত্র ৪ হাজার ৩৮ জন ও ছাত্রী ৪ হাজার ৫৭৫ জন। সাতক্ষীরায় রয়েছে ১৩ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। তারমধ্যে ছাত্র ৭ হাজার ৩৫৩ জন ও ছাত্রী ৬ হাজার ৪২ জন। কুষ্টিয়া জেলায় রয়েছে ১২ হাজার ৮৩২ জন শিক্ষার্থী। তারমধ্যে ছাত্র ৬ হাজার ৯৪ জন ও ছাত্রী ৮ হাজার ৭৩৮ জন। চুয়াডাঙ্গা জেলায় রয়েছে ৭ হাজার ৫০৩ জন শিক্ষার্থী। তারমধ্যে ছাত্র ৩ হাজার ৮৭৭ জন ও ছাত্রী ৩ হাজার ৬২৬ জন। মেহেরপুর জেলায় রয়েছে ৪ হাজার ৫৫২ জন শিক্ষার্থী। তারমধ্যে ছাত্র ২ হাজার ২১৬ জন ও ছাত্রী ২ হাজার ৩৩৬ জন। যশোর জেলায় রয়েছে ২১ হাজার ৯৬৬ জন শিক্ষার্থী। তারমধ্যে ছাত্র ১১ হাজার ৩৩০ জন ও ছাত্রী ১০ হাজার ৬৩৬ জন। নড়াইল জেলায় রয়েছে ৬ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। তারমধ্যে ছাত্র ৩ হাজার ১৪৭ জন ও ছাত্রী ২ হাজার ৯৬১ জন। ঝিনাইদাহ জেলায় রয়েছে ১৭ হাজার ৪২৬ জন শিক্ষার্থী। তারমধ্যে ছাত্র ৯ হাজার ৬০৬ জন ও ছাত্রী ৭ হাজার ৮২০ জন। মাগুরা জেলায় রয়েছে ৭ হাজার ৩০৩ জন শিক্ষার্থী। তারমধ্যে ছাত্র ৩ হাজার ৭০২ জন ও ছাত্রী ৩ হাজার ৬০১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here