সোহরাওয়ার্দীতে স্থায়ী মঞ্চ বানিয়ে নিয়মিত সভা-সমাবেশের সুযোগ পাবে বিএনপি: প্রধানমন্ত্রী

0
348

নিজস্ব প্রতিবেদক : বিএনপি শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে স্থায়ী মঞ্চ বানিয়ে নিয়মিত সভা-সমাবেশের সুযোগ পাবে বিএনপি। শান্তিপূর্ণ আন্দোলনে বিএনপিকে সুযোগ দিতে পুলিশ কমিশনারকে অনুরোধ করবো।’ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ‘জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি’র সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘কারও গলা চিপে ধরিনি। তবে সহিংসতায় উসকানিমূলক যেকোনও তৎপরতা মোকাবিলা করা হবে।’

যেকোনও অপপ্রচার ও সহিংস তৎপরতার বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে বিগত বিএনপি সরকারের কারণে জনগণ কী পেয়েছে, কী হারিয়েছিল, তার পাশাপাশি আওয়ামী লীগের ধারাবাহিকতা দেশকে কী দিয়েছে, তা মূল্যায়নেরও আহ্বান জানান।

২০০১ সালে নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর বিএনপির শাসন আমলের কথা ভুলে না যেতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভাঁওতাবাজি থেকে দেশের মর্যাদাহানি করা ছাড়া বিএনপির আর কোনও প্রাপ্তি নেই।’ এই সময় তিনি জাতিসংঘে বিএনপি নেতাদের আলোচনার উদ্যোগ, ড. ইউনূসের তৎপরতা ও বিএনপির অপপ্রচারের সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি।

সুশীল সমাজের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলে, ‘চোখ থাকতে অন্ধদের মনের দরজাও বন্ধ।’

সভায় আগামী জাতীয় নির্বাচনে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য একটি কমিটি গঠন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here