সৌদির মরুভুমিতে বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু

0
340

ম্যাগপাই নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক মাসে টানা বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

বুধবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি সরকারের জননিরাপত্তা বিভাগ।

এক বিবৃতিতে তারা জানায়, নিহতদের মধ্যে কেউ বন্যার কারণে আবার কেউ বন্যায় সৃষ্ট লণ্ডভণ্ড বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

বিভাগটি আরও বলেছে, সম্প্রতি বন্যা প্লাবিত এলাকা থেকে এক হাজার ৪৮০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের বেশির ভাগই দেশটির রাজধানী রিয়াদ থেকে উদ্ধার করা হয়।

বিবৃতিতে তারা আরও জানায়, দেশজুড়ে বন্যা কবলিত এলাকা থেকে প্রায় তিন হাজার ৮৬৫ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুই হাজার একজনকে অস্থায়ী আশ্রয় দেওয়া হয়েছে। বাকিদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়।

দেশটির জননিরাপত্তা বিভাগ দেশে বসবাসকারী সকল নাগরিককে চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে বলেছে। সেইসঙ্গে ভারী বৃষ্টিতে বন্যা এলাকা বা উপত্যকায় ভ্রমণ না করতে আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here