সৌম্যর পর মাহমুদউল্লাহর সেঞ্চুরি

0
434


ক্রীড়া ডেস্ক : ইনিংস পরাজয় ঠেকাতে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ জবাব দিলেন দুর্দান্ত ব্যাটিং স্কিল ও সাহসিকতায়। অসাধারণ সেঞ্চুরির পর সৌম্য সরকার ফিরে গেলেও লড়ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে সৌম্য সরকারের পর সেঞ্চুরির দেখা পেয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহও।

৪ উইকেটে ১৭৪ রান নিয়ে চতুর্থ দিনে খেলা শুরু করে বাংলাদেশ। পঞ্চম উইকেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান সৌম্য-মাহমুদউল্লাহ।

টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পান সৌম্য। পঞ্চম উইকেটে ২৩৫ রান যোগ করেন তারা। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ১৪৯ রান করে আউট হন সৌম্য সরকার। এরপর টেস্টে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪২৪ রান। নিউজিল্যান্ডের পক্ষে একাই ৫ উইকেট তুলে নিয়েছেন বোল্ট।

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৩৪ রান। জবাবে ৭১৫ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here