স্ত্রী হত্যার অভিযোগে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিআসলাম পুলিশের খাঁচায় যশোরে

0
457

বিশেষ প্রতিনিধি : আদালত কর্তৃক মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি আসলাম গাইনকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোরের মনিরামপুর উপজেলার হরেরগাতি গ্রামের রজব আলী গাইনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে আদালতে সোর্পদ করে।
মনিরামপুর থানার এসআই তপন সাংবাদিকদের জানান, নিজের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে ২০০১ সালে তার বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা হয়। ২০০৪ সালের ৯ অক্টোবর নারী ও শিশু নির্যাতদন আদালতের বিচারক নূর মোহাম্মদ স্ত্রীর হত্যা অভিযোগ প্রমানিত হওয়ায় আসলামকে মৃত্যুদন্ডাদেশ দেন। একই সাথে আদালত তাকে এক লাখ জরিমানাও করেন।
তিনি আরো বলেন, স্ত্রীকে পিটিয়ে হত্যার পর ওই সময় জনগণ আসলামকে আটক করে। পরে সে কৌশলে পালিয়ে ভারতে চলে যায় সে। এরপর বছর দুয়েক আগে সে আবার দেশে আসে। আসলাম যশোর শহরের চাঁচড়ায় এক বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতো। দুই দফা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে’র চত্ত্বর থেকে বেলা সাড়ে ১১টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here