স্বচ্ছতার সাথে যশোরের উন্নয়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিলেন নবাগত জেলা প্রশাসক 

0
320

নিজস্ব প্রতিবেদক : সমাজের প্রতিনিধিদের সাথে পৃথক মতবিনিময় করেছেন। গতকাল বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এসময় জেলা প্রশাসক স্বচ্ছতার সাথে যশোরের উন্নয়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এর আগে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতনিবিময় করেন নবাগত জেলা প্রশাসক।
যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেয়ে মঙ্গলবার যশোর থেকে বিদায় নেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। তার পরিবর্তে দায়িত্ব পান শফিউল আরিফ। আর গতকাল কর্মদিবসের দ্বিতীয় দিনে প্রথমে পেশাজীবীদের আর পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
উপস্থিত সংবাদিকরা যশোরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। ভৈরব পড়ের অবশিষ্ট অবৈধ স্থাপনা উচ্ছেদ, বই ব্যবসায়ীদের জন্য স্থান নির্ধারণ, উৎপাদিত উদ্বৃত্ত কৃষি পণ্য ও রেনু পোনা নিয়ে সঠিক পরিকল্পনা, শহরের দুই সরকারি স্কুলের শিক্ষার মান উন্নয়ন, বেনাপোল স্থল বন্দর, নওয়াপাড়া শিল্পাঞ্চল, যশোর ইন্সটিটিউটের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, কালেক্টরেট ভবনকে নান্দনিক করাসহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন সাংবাদিকরা।
এসময় নবাগত জেলা প্রশাসক বলেন, ‘যশোরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আমার সামর্থ অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবো। এজন্য সংবাদিকদের সহযোগিতা চাই। আপনারা আমাদের ভাল কাজের পাশাপাশি ভুলগুলোও পত্রিকায় তুলে ধরবেন। তাহলে সংশোধনের মাধ্যমে আমরা যশোরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারবো।’
মতবিনিয়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দৌল্লা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা ও ফকির সওকত, প্রেসক্লাব যশোরের সম্পাদক আহসান করিব বাবু, সাবেক সম্পাদক এসএম তৌহিদুর রহমান, প্রতিদিনের কথার ভারপ্রাপ্ত সম্পাদক ফারাজী আহম্মেদ সাঈদ বুলবুল, প্রতিদিনের কথার বার্তা সম্পাদক এইচ আর তুহিন, দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, বিটিভি যশোর প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টু, বাসসের যশোর প্রতিনিধি সাজ্জাদ গণি খান রিমন, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ।
এসময় সাংবাদিকরা ডিজিটাল যশোরে জেলা প্রশাসন কার্যালয়ের সংবাদ প্রদান বা যোগাযোগ ব্যবস্থা ডিজিটাল করার দাবি জানান।
এর আগে জেলা প্রশাসক শফিউল আরিফ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এসময় আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যুদ্ধকালীন বিএলএফএর বৃহত্তর যশোর জেলা কমান্ডার আলী হোসেন মনি, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, পরিবহন নেতা আলী আকবর, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুন অর রশীদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিম কু-ু, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, এমএম কলেজের অধ্যক্ষ আবু তালেব মিয়া, পিপি রফিকুল ইসলাম পিটু, জিপি সোহেল শামীম প্রমুখ।
এসব মতবিনিময়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here