স্বজনরা আসেনি তাই মণিরামপুরে করোনা উপসগে মৃত দেবেন্দ্রনাথের সৎকার করলো করলো মুসলিমরা

0
341

মণিরামপুর প্রতিনিধি : করেনা উপসর্গে শনিবার সকালে মণিরামপুর উপজেলার ঘুঘুদহ গ্রামের নিজ বাড়িতেই মারা যান দেবেন্দ্রনাথ ঘোষাল (৭০)। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার সৎকারের এগিয়ে আসেননি কেউ। অবশেষে সন্ধ্যায় তাকওয়া ফাউন্ডেশন মণিরামপুরের যুবকরা দেবেন্দ্রনাথের সৎকার করতে মরদেহটি ভ্যান যোগে সাতগাতী শ্মশানে নিয়ে যায়।

দীর্ঘ সপ্তাহ শ্বাসকষ্ট জ্বর নিয়ে দেবেন্দ্রনাথ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন।

তার ভাইপো কাঞ্চন ঘোষাল এ তখ্য জানিয়েছেন।

স্থানীয় লোকজন জানায় শ্বাসকষ্ট ও জ্বরে তার মৃত হওয়ায় করোনা আতংকে স্বজনরা তার সৎকারের এগিয়ে আসেননি। তবে তাকওয়া ফাউন্ডেশন মণিরামপুরের ৮ যুবক ভ্যান যোগে দেবেন্দ্রনাথের মরদেহটি সাতগাতী শ্মশানে নেয়। এ যুবকরা ধর্মীয় রীতি মেনে লাশটি চিতাই ওঠায়। পরে তার স্বজনরা দাহ করে লাশটি।

তাকওয়া ফাউন্ডেশনের সমন্বয়ক নাছিম খান জানান, লাশের কাছে কেউ যখন যেতে পারছিল না ভয়ে, সে সময় তাদের আহ্বান করা হলে সংগঠনের আশরাফ ইয়াছিন, আজাদ মৃধা, কাজী সবুজ, বি,এম আতাউল্লাহ, ইউচুফ আলী, মাহমাদুল হাসান, তাহমিন খান এ ৮ যুবক লাশটি সৎকারের সহযোগিতা করে।