স্বাধীন সংবাদমাধ্যম ও সাংবিদকতা ছাড়া এ দেশে গণতন্ত্রের বিকাশ সম্ভাব না- ইকবাল সোবহান চৌধুরী

0
356

নিজস্ব প্রতিবেদক : স্বাধীন সংবাদমাধ্যম ও সাংবিদকতা ছাড়া এ দেশে গণতন্ত্রের বিকাশ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব নয় বলে দাবি করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। মঙ্গলবার দুপুনের প্রেসক্লাব যশোওে যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শহীদ সাংবাদিক শামসুর রহমান কেবলের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন এখনও সাংবাদিকরা শুধুমাত্র পেশাগত কারণে প্রশাসনিক, রাজনৈতিক ও সন্ত্রাসীগোষ্ঠি কর্তৃক বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। যদি সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদ রুখতে হয় তাহলে মিডিয়ার স্বাধীনতা ও সাহসী সাংবাদিকতা অবশ্যম্ভাবী। প্রধানমন্ত্রী যখন সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তখন সকল সাংবাদিক হত্যার বিচার নতুন করে শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংগঠনের সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনতোষ বসু, মহাসচিব শাবান মাহমুদ, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি কবি সাংবাদিক ফকওে আলোমসহ আরো অনেকে। এর আগে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যশোর কারবালা গোরস্থানে শামসুর রহমান কেবলের সমাধীতে শদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়া প্রেসক্লাব যশোরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here